পোপকে রোমের জেমেলি হাসপাতালে নেওয়ার কথাও ভাবা হয়েছিল, কিন্তু সে সময় আর পাওয়া যায়নি।
Published : 23 Apr 2025, 10:21 AM
পোপ ফ্রান্সিস সোমবার ঘুম থেকে উঠেছিলেন সকাল ৬টায়; তারপর ঘণ্টাখানেক ভালোই ছিলেন। কিন্তু এপর দ্রুত তার অবস্থার অবনতি ঘটে।
ভ্যাটিকান সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ এক প্রতিবেদনে লিখেছে, অসুস্থ বোধ করার পর দ্রুত অবস্থার অবনতি ঘটে পোপের। আধা ঘণ্টার কিছু বেশি সময় পর তিনি মারা যান।
সকাল ৭টার দিকে পোপের বাসভবন ‘কাসা সান্তা মার্তা’ থেকে ভ্যাটিকানের চিকিৎসা বিভাগে জরুরি ফোন যায়।
পোপকে রোমের জেমেলি হাসপাতালে নেওয়ার কথাও ভাবা হয়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত মাসে ওই হাসপাতালেই তিনি ভর্তি ছিলেন।
সকাল ৭টার পর ভ্যাটিকানের পক্ষ থেকে রোম পুলিশকে ফোন করে অনুরোধ জানানো হয়, তারা যেন হাসপাতালে নেওয়ার পথে পোপের জন্য নিরাপত্তা প্রটোকলের ব্যবস্থা করে।
কিন্তু পোপের অবস্থার দ্রুত অবনতি হলে ৭টা ৩৫ মিনিটের আগেই ওই পরিকল্পনা বাতিল করা হয়।
খ্রিষ্টান ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘ইস্টার সানডে’ উপলক্ষে রোববার শেষবারের মত পিটার্স স্কয়ারে জনসম্মুখে এসেছিলেন পোপ ফ্রান্সিস। সেখানে তিনি হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন; বক্তৃতায় জানিয়েছিলেন শান্তির আহ্বান।
পরদিন সকালেই ৮৮ বছর বয়সে থেমে যায় পোপ ফ্রান্সিসের জীবন।
ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে কোমায় চলে গিয়েছিলেন পোপ। এরপর তার হৃদযন্ত্র বিকল হয়ে যায়, যেখান থেকে তাকে আর ফেরানো যায়নি।
পোপের কফিন এখন রাখা হয়েছে ভ্যাটিকানের সান্তা মার্তা ডোমাস-এ, যাতে ভ্যাটিকানের বাসিন্দা এবং পোপের পরিবারের সদস্যরা ব্যক্তিগতভাবে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারেন।
ভ্যাটিকান মঙ্গলবার জানায়, তিন দিন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শায়িত থাকবেন পোপ, তারপর শনিবার তার শেষকৃত্য হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাষ্ট্রনেতাদের পাশাপাশি সবাই সেখানে ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
শেষকৃত্য হবে সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে। ক্রুশ বহনকারী একজন পুরোহিতের নেতৃত্বে শোভাযাত্রা দিয়ে শুরু হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। এরপর থাকবে কফিন এবং যাজকরা।
কলেজ অব কার্ডিনালস-এর ডিন কার্ডিনাল জিওভান্নি বাত্তিস্তা রে শেষকৃত্য পরিচালনা করবেন। পোপের মৃত্যুতে নয় দিনব্যাপী শোক পালন করবে ভ্যাটিকান।
শেষ ইচ্ছা অনুযায়ী পোপ ফ্রান্সিসকে ভ্যাটিকানের বাইরে, রোমের সান্তা মারিয়া ম্যাজিওর ব্যাসিলিকায় সমাধিস্থ করা হবে।
মাতা মেরিকে উৎসর্গীকৃত এই ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিস বিদেশ সফরের আগে ও পরে প্রার্থনা করতেন।
রেওয়াজ অনুযায়ী তিনটি কফিনের (সাইপ্রেস, সীসা ও ওক কাঠের) পরিবর্তে একটি সাধারণ কাঠের কফিনে সমাধিস্থ হবেন পোপ ফ্রান্সিস।
পরে কার্ডিনালরা নতুন পোপ নির্বাচনের জন্য ‘কনক্লেভ’-এ মিলিত হবেন।