রুশ নিয়ন্ত্রিত দুই নগরী অভিমুখে দু’সপ্তাহের আক্রমণাত্মক অভিযানে ৮ টি গ্রাম রুশ সেনামুক্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের উপপ্রতিরক্ষামন্ত্রী।
Published : 19 Jun 2023, 07:23 PM
ইউক্রেইন জানিয়েছে, তারা পাল্টা হামলা শুরুর পর দুই সপ্তাহে অষ্টম গ্রাম থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছে।
রোববার রাশিয়া-নিযুক্ত এক কর্মকর্তা জানিয়েছিলেন, দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে পিটিকাটকি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেইনের সেনারা।
পরে তিনি জানান, মস্কো ইউক্রেইনের সেনাদেরকে হটিয়ে দিয়েছে এবং সোমবার সকালে তিনি বলেন, ইউক্রেইন আবার হামলা শুরু করেছে।
ইউক্রেইনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, ইউক্রেইন বাহিনী কেবল পিটিকাটকিই পুনর্দখল করেনি বরং দুই সপ্তাহে রাশিয়ান লাইনে ৭ কিলোমিটার অগ্রসর হয়ে ১১৩ স্কয়ার কিলোমিটার ভূখণ্ড পুনর্দখল করেছে।
টেলিগ্রামে মালিয়ার বলেন, রুশ নিয়ন্ত্রিত দুই নগরী বার্ডিয়ানস্ক এবং মেলিটোপোলের দিকে দুই সপ্তাহের আক্রমণাত্মক অভিযানে ৮ টি গ্রাম রুশ সেনামুক্ত হয়েছে।
গ্রামগুলো পুনর্দখলের এ খবরে ইউক্রেইনের অগ্রগতিরই বহিঃপ্রকাশ ঘটেছে। রাশিয়া কয়েকমাস ধরে যে শক্তি গড়ে তুলেছে তা ভাঙার চ্যালেঞ্জ কে সামনে নিয়ে এসেছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাদের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং বলেছেন, তিনি পশ্চিমা মিত্রদের সঙ্গে কথা বলবেন, যাতে যত দ্রুত সম্ভব অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।
রোববার সন্ধ্যায় জেলেনস্কি বলেন, “আমাদের সেনারা ধাপে ধাপে এগুচ্ছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। মূল বিষয় হচ্ছে সরবরাহের গতি।”