আগুনে মৃতদেহগুলো পুড়ে যাওয়ায় সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
Published : 17 Jan 2024, 05:21 PM
নাইজেরিয়ার সীমান্তবর্তী বেনিনের শহর সেমে-পোজিতে চোরাই জ্বালানি তেল রাখার একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে এক শিশুসহ অন্তত ৩৫ জন নিহত এবং আরো বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।
শনিবার ওই বিস্ফোরণের পরপরই কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলীতে আকাশ ছেয়ে যায়। আগুনে মৃতদেহগুলো পুড়ে যাওয়ায় সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় প্রসিকিউটর আব্দুবাকি আদম-বোঙ্গল জানান, প্রাথমিকভাবে যে তথ্য তারা পেয়েছেন, তাতে ব্যাগ থেকে পেট্রোল ঢালার সময় ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে।
আফ্রিকার সর্ববৃহৎ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া। প্রতিবেশী বেনিনের সীমান্তবর্তী শহরগুলোতে চলে চোরাই তেলের রমরমা কারবার। অবৈধপথে তেল সংগ্রহ ও বিক্রি করতে গিয়ে ওই অঞ্চলে মাঝেমধ্যেই অগ্নিকাণ্ড হয়।
শনিবারের অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে বেনিন কর্তৃপক্ষ।
সংবাদসূত্র: রয়টার্স, ডয়চে ভেলে
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)