ক্রাইমিয়ার রাশিয়া-নিযুক্ত গভর্নর বলেছেন, এ হামলার পেছনে আছে ইউক্রেইন। তবে এর কোনও প্রমাণ দেননি তিনি।
Published : 23 Jul 2023, 08:46 PM
রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়ায় গোলাবারুদের গুদামে ড্রোন হামলার পর সেখান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ।
ক্রাইমিয়ার রাশিয়া-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনোভ বলেছেন, এ হামলার পেছনে আছে ইউক্রেইন। তবে এর কোনও প্রমাণ দেননি তিনি।
গভর্নর বলেন, বিস্ফোরণস্থলের পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা স্থানীয় অধিবাসী সরিয়ে নেওয়া হচ্ছে। কের্চ সেতুর রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার সকালের দিকে রাশিয়া কর্তৃপক্ষ গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে আবার তা দ্রুতই চালু করে। কিন্তু পরে সেখানকার মস্কো-নিযুক্ত প্রশাসন জানায়, সেতুতে গাড়ি চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
গভর্নর আকসিওনোভ বলেছেন, ক্রাইমিয়ার ক্রাসনোগারদিয়েস্কি এলাকার অবকাঠামো হামলার লক্ষ্যস্থল ছিল।
এক টেলিগ্রাম পোস্টে আকসিওনোভ লিখেছেন, “প্রাথমিক তথ্যনুযায়ী, হামলায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।”
বিবিসি হামলার ঘটনা নিরপেক্ষ সূ্ত্রে যাচাই করে দেখতে পারেনি। যে এলাকায় হামলা হওয়ার খবর পাওয়া গেছে সে জায়গাটি কের্চ সেতু থেকে ১৬০ কিলোমিটারের বেশি দূরে।
সেতুটি রাশিয়ার দখলদারিত্বের প্রতীক হওয়ার পাশাপাশি দক্ষিণ ইউক্রেইনে রাশিয়ার বাহিনীর জন্য সরঞ্জাম পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ পথ এটি।
গত সপ্তাহে সোমবার এই সেতুতে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছে এবং এর ওপরের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর পাশ দিয়ে চলে যাওয়া রেললাইন ক্ষতিগ্রস্ত হয়নি।
ওই হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর পাল্টা জবাবের হুমকি দেন। ওদিকে, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সেতুকে বৈধ নিশানা বলে উল্লেখ করেছেন।