এর আগে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী, তখন ওই এলাকার বাসিন্দারা খান ইউনিসে পালিয়ে এসেছিল।
Published : 17 Nov 2023, 11:40 AM
গাজার খান ইউনিস এলাকার কয়েকটি শহরের বাসিন্দাদের সতর্ক করে তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ের উদ্দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।
এর আগে গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী, তখন ওই এলাকার বাসিন্দারা খান ইউনিস এলাকায় পালিয়ে এসেছিল।
বুধবার রাতে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের বানি শুহাইলা, খুজ্জা, আবাসান ও কারারা শহরে লিফলেট ফেলে বাসিন্দাদের চলে যাওয়ার জন্য সতর্ক করে। উত্তরের বাস্তুচ্যুত লোকজন আসার আগে এই শহরগুলোতে এক লাখের বেশি মানুষের বসবাস ছিল।
রয়টার্সের ভাষ্য অনুযায়ী এসব লিফলেটে বলা হয়েছে, “আপনার নিরাপত্তার জন্য, অবিলম্বে আপনার বসবাসের স্থান খালি করে ফেলতে হবে এবং পরিচিত আশ্রয়ে চলে যেতে হবে। সন্ত্রাসীদের অথবা তাদের স্থাপনার কাছে থাকা যে কেউ তাদের জীবনকে ঝুঁকিতে ফেলবে আর সন্ত্রাসীদের ব্যবহার করা প্রত্যেকটি বাড়ি লক্ষ্যস্থল করা হবে।”
কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করার আগে গাজার উত্তরাঞ্চলেও একই ধরনের লিফলেট ছাড়া হয়েছিল।
এসব লিফলেট পেয়ে গাজার উত্তরাঞ্চলের কয়েক লাখ বাসিন্দা দক্ষিণাঞ্চলে চলে গিয়েছিল। অক্টোবরে খান ইউনিসের জনসংখ্যা ৪ লাখ থেকে বেড়ে ১০ লাখ ছাড়িয়ে যায়।
এখন গাজার হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি খান ইউনিসের স্কুল ও হাসপাতালের প্রাঙ্গণে অস্থায়ী শিবির গেড়ে বসবাস করছে।
৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি ছিটমহলটির ১১৫০০ বাসিন্দা নিহত, ২৭ হাজারেরও বেশি আহত এবং ১৬ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
আরও পড়ুন:
গাজার আল শিফা হাসপাতালে ‘হামাসের টানেল’ পাওয়ার দাবি ইসরায়েলের