তুরস্কে ভূমিকম্প: ৫২ ঘণ্টা পর উদ্ধার বালক

উদ্ধারের পর তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলে মা-ছেলে কাঁদতে কাঁদতে পরষ্পরকে জড়িয়ে ধরে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2023, 02:31 PM
Updated : 8 Feb 2023, 02:31 PM

ভূমিকম্পের ৫২ ঘণ্ট পর তুরস্কের হাতাই শহরে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আট বছরের এক বালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিবিসি জানায়, শিশুটির নাম ইগিত সাকমা। বুধবার তাকে উদ্ধার করা হয়। ছেলে উদ্ধারের আশায় এ দুইদিন ধ্বংস্তুপের সামনে ঠায় দাঁড়িয়ে ছিলেন মা। ইগিতকে উদ্ধারের পর তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলে মা-ছেলে কাঁদতে কাঁদতে পরষ্পরকে জড়িয়ে ধরে।

সেই মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তুরস্ক এবং সিরিয়ায় এরকম আরো কয়েকটি শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধ‍ার বা উদ্ধারের চেষ্টার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে।

এমনই একটি শিশু করিম আজিরতাস। মাত্র ২০ দিন বয়সের এই শিশুটিকে হাতাইয়ের একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে বুধবার উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন আছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

সিরিয়ার বিসনিয়ায় মানবাধিকার সংস্থা হোয়াইট হেলমেট গ্রুপ মঙ্গলবার ধ্বংসস্তূপ থেকে ৬/৭ বছরের একটি বালককে বের করে আনে।

গত সোমবার ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা এরইমধ্যে ১১ হাজার ছাড়িয়ে গেছে। যা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Also Read: সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে নবজাতক উদ্ধার, মায়ের মৃত্যু