সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে নবজাতক উদ্ধার, মায়ের মৃত্যু

ভূমিকম্প শুরুর পর মায়ের পেট থেকে শিশুটি ভূমিষ্ঠ হয় বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2023, 01:31 PM
Updated : 8 Feb 2023, 01:31 PM

উত্তর-পশ্চিম সিরিয়ায় ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।

সিরিয়ার ইদলিব প্রদেশের জিন্দাইরিস শহরে একটি ভবনে ওই নবজাতকের পরিবার বসবাস করতো বলে জানায় বিবিসি।

সোমবারের ভূমিকম্পে তাদের ভবনটি ধসে পড়ে।

স্বজনদের বরাত দিয়ে বিবিসি জানায়, ভূমিকম্প শুরুর পরপরই সম্ভবত শিশুটি ভূমিষ্ঠ হয়। শিশুটির মা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যাওয়ার আগে মেয়েকে জন্ম দিয়ে যেতে সক্ষম হন।

শুধু মা কে নয়, নবজাতক মেয়েটি তার বাবা, আরো চার ভাইবোন এবং এক খালাসহ পরিবারের সবাইকে হারিয়েছে।

নবজাতকটিকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ধূলায় মাখামাখি হয়ে থাকা একটি নবজাতককে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে নিয়ে আসছেন।

নবজাতকটিকে কাছের আফরিনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান একজন চিকিৎসক।

তুরস্ক সীমান্তবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত জিন্দাইরিস শহরে ভূমিকম্পে প্রায় ৫০টি ভবন ধসে পড়েছে।

শিশুটির চাচা খলিল আল-সুওয়াদি বলেন, ভবন ধসে পড়ার খবর জানান পর স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান।

‘‘আমরা যখন ধ্বংসস্তূপ সরাচ্ছিলাম তখন কান্নার আওয়াজ পাই। আমরা ধূলোবালি সরিয়ে শিশুটিকে পাই, তার নাড়ি (আম্বিলিকাল কর্ড) তখনও তার শরীরের সঙ্গেই ছিল। আমরা তার নাড়ি কাটি এবং আমার এক ভাই তাকে হাসপাতালে নিয়ে যায়।”

শিশুটিকে যখন হাসপাতালে নেওয়া হওয় তখন তার অবস্থা গুরুতর ছিল বলে জানান শিশু চিকিৎসক হানি মারুফ। বলেন, তার সারা শরীরে কালশিরা এবং ক্ষত চিহ্ন।

‘‘যেহেতু প্রচণ্ড ঠান্ডায় সে পড়েছিল, তাই তার হাইপোথারমিয়া হয়েছিল। আমরা দ্রুত তার শরীর গরম করার ব্যবস্থা করে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।”

নবজাতকটিকে ইনকিউবেটরে রাখা হয়েছে।

উদ্ধার কাজ শুরু হওয়ায় সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। এরইমধ্যে দেশটিতে দুই হাজার ৬৬০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানায় বিবিসি।