এইদিন নগরীর উত্তরে একটি আবহাওয়া কেন্দ্রে সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
Published : 22 Jun 2023, 09:56 PM
চীনের রাজধানী বেইজিংয়ে অনেকদিন ধরেই তাপদাহ চলছে। বৃহস্পতিবার সেখানে গড় তাপমাত্রা ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
যা নগরীর ৬০ বছরের বেশি সময়ের ইতিহাসে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বলে জানায় বিবিসি। ১৯৬১ সাল থেকে বেইজিংয়ে তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয়।
বেইজিংয়ে জুন মাসের শেষ পর্যন্ত এই তাপদাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
এ বছর চীনে গরমের মাসগুলোতে বেশ কয়েকবার সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। গত মাসে দেশটির সর্ববৃহৎ নগরী সাংহাইর বাসিন্দারা এক শতাব্দীর মধ্যে মে মাসে সবচেয়ে গরম দিন দেখেছে। পূর্ব উপকূলের ওই নগরীতে আড়াই কোটির বেশি মানুষের বাস।
বেইজিংয়ের জনসংখ্যা দুই কোটি ১০ লাখের বেশি। বৃহস্পতিবার নগরীর উত্তরে একটি আবহাওয়া কেন্দ্রে সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় বলে জানা গেছে।
তীব্র তাপদাহের কারণে নগরকর্তৃপক্ষ আগেই ‘অরেঞ্জ এলার্ট’ জারি করেছে। এছাড়া, জাতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে গত সপ্তাহে ‘হিট স্ট্রোক এলার্ট’ জারি করা হয়।
বেইজিং, তিয়ানজিনসহ চীনের উত্তরপূর্চাঞ্চলের অন্যান্য নগর কর্তৃপক্ষ দিনের যে সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে সেই সময়ে জনগণকে বাইরে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এবং হিট স্ট্রোকের কোনো ধরণের লক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গে চিকিৎসা সেবা গ্রহণ করতে বলেছে।
তীব্র তাপদাহের কারণে বিদ্যুতের ব্যবহার বেড়ে গেছে। যে কারণে লোডশেডিংয়ের আশঙ্কাও বেড়েছে। কয়েকটি নগরীতে কর্তৃপক্ষ বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।
জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে সারা বিশ্বেই সর্বোচ্চ তাপমাত্রার নতুন নতুন রেকর্ড হচ্ছে এবং তাপদাহ আরো নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
গতমাসে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে এশিয়া জুড়ে তাপদাহ ৩০ গুণ বেড়ে গেছে।
বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত এবং লাওস গত এপ্রিলে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা দেখেছে।
তাপজনিত নানা কারণে মানুষের মৃত্যু ও অসুস্থতা বেড়েছে। প্রচণ্ড তাপে সড়কে পিচ গলে গেছে এবং নানা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্বজুড়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম তাপদাহ। প্রতিবছর তাপদাহ জনিত কারণে বহু মানুষের অকাল মৃত্যু হয়।