গাজা ভূখণ্ড থেকে আকস্মিক ঝাঁকে ঝাঁকে রকেট এসে বিভিন্ন স্থানে বিস্ফোরিত হতে শুরু করলে আশ্চর্য হয়ে পড়ে ইসরায়েলীরা।
Published : 07 Oct 2023, 01:26 PM
ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের হামলা চালিয়েছে, এতে অন্তত একজন নিহত হয়েছেন।
শনিবার গাজা ভূখণ্ড থেকে আকস্মিক ঝাঁকে ঝাঁকে রকেট এসে বিভিন্ন স্থানে বিস্ফোরিত হতে শুরু করলে আশ্চর্য হয়ে পড়ে ইসরায়েলের বাসিন্দারা। রকেট হামলার পাশাপাশি ফিলিস্তিনি বন্দুকধারীরা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। জেরুজালেমসহ ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলজুড়ে বাসিন্দাদের সতর্ক করে সাইরেন বাজতে থাকে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় আছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহু নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় হামাসের বন্দুকধারীরা নজিরবিহীনভাবে গাজা থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করে। এটি ২০২১ সালের ১০ দিনের যুদ্ধের পর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে তৈরি হওয়া সবচেয়ে গুরুতর পরিস্থিতি।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের বন্দুক লড়াই হচ্ছে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। আসছে দিনগুলো লড়াইয়ের মধ্যে কাটবে আশঙ্কায় গাজার লোকজন নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানগুলোতে ভিড় করেছে।
হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দিয়েফ হামাসের গণমাধ্যমে এই অভিযানের ঘোষণা দিয়ে সব ফিলিস্তিনিদের লড়াই করার ডাক দেন। তিনি জানান, ইসরায়েল লক্ষ্য করে ৫০০০ রকেট ছোড়া হয়েছে।
দিয়েফ বলেন, “পৃথিবীর শেষ দখলদারিত্ব অবসানে মহাযুদ্ধের দিন এটি।”
ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, হামাসের হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। গাজা ভূখণ্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অ্যাম্বুলেন্স ক্রুদের মোতায়েন করা হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনীগুলো গাজায় অভিযান চালাচ্ছে। কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি তারা।
এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, “গাজা ভূখণ্ড থেকে বহু সংখ্যক সন্ত্রাসী ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে।”
গাজা ভূখণ্ডের সীমান্তবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের ইসদেরত শহরে বন্দুকধারীরা পথচারিদের ওপর গুলিবর্ষণ করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে শহরের রাস্তাগুলোতে সংঘর্ষের ঘটনা দেখা গেছে, পাশাপাশি বন্দুকধারীদের জিপ নিয়ে গ্রাম এলাকাগুলোতে ঘুরতে দেখা গেছে।
বিরি কিবুজৎ এর এক বোম্ব শেল্টার থেকে এক তরুণী ইসরায়েলের সেনাবাহিনীর রেডিওকে বলেছেন, “কিবুজতে সন্ত্রাসীরা আছে বলে আমাদের জানানো হয়েছে, আমরা গুলির শব্দ শুনতে পারি।”
ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে ফিলিস্তিনি যোদ্ধারা বহু সংখ্যক ইসরায়েলিকে বন্দি করেছে বলে জানিয়েছে। হামাসের গণমাধ্যমে ধ্বংস হওয়া একটি ইসরায়েলি ট্যাংকের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে।
ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সামরিক বাহিনী বন্দী বিষয়ক খবরের বিষয়ে জ্ঞাত আছে। কিন্তু আর বিস্তারিত কিছু জানাননি তিনি।