ইসরায়েলের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ লেবাননে একটি গাড়িতে আঘাত হানলে তিন শিশু ও তাদের দাদী নিহত হয়। গুরুতর আহত হয়েছেন শিশুদের মা।
রোববার নিহত তিনজনই মেয়ে শিশু। তাদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। ইসরায়েলের ওই হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহ।
এদিকে, ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে চালানো হিজবুল্লাহর হামলায় রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলে এক ব্যক্তি নিহত হয়েছেন। হিজবুল্লাহ থেকে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমনা শহরে গ্রাড রকেট ছোড়ার কথা জানানো হয়েছে। এই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এই অস্ত্রটি ব্যবহারের কথা স্বীকার করলো।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা কখনোই বেসামরিক নাগরিকদের উপর হামলার ঘটনা সহ্য করবে না এবং তাদের জবাব হবে ‘কঠোর ও শক্তিশালী’।
এ বিষয়ে হিজবুল্লাহ নেতা হাসান ফাদলাল্লাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধের মূল্য শত্রুদের চুকাতে হবে।”
লেবাননে গাড়িতে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের সেনারা রোববার ‘একটি গাড়িতে সন্দেহভাজন সন্ত্রাসীদের পরিবহন করা হচ্ছে বলে সনাক্ত করে’। সেটিতে বেসামরিক লোকজন থাকার খবর তারা খতিয়ে দেখছে বলেও জানায়।
লেবাননের আল-মায়াদ্বীন টেলিভিশন চ্যানেল রোববারের ওই হামলার পর ঘটনাস্থলের ভিডিও প্রচার করে। ভিডিওতে দেখা যায় তখনও জ্বলতে থাকা গাড়ি থেকে উদ্ধারকর্মীরা হতাহতদের সরিয়ে নিচ্ছে।
গত ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু পর থেকেই লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যেও হামলা-পাল্টা হামলা চলছে।