এই তিন বিজ্ঞানীই যে নোবেল পাচ্ছেন, তা ফাঁস হয়ে গিয়েছিল কয়েক ঘণ্টা আগেই।
Published : 05 Oct 2023, 08:12 PM
ন্যানো টেকনোলজির গবেষণায় কোয়ান্টাম ডটস নামের অতি ক্ষুদ্র ন্যানো পার্টিকেল উদ্ভাবন ও উন্নয়নের স্বীকৃতিতে চলতি বছর রসায়নে নোবেল পেলেন তিন গবেষক।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস বুধবার এ পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের মুঙ্গিয়া জি বাবেন্দি, লুইস ব্রুস এবং অ্যালেক্সি একিমভের নাম ঘোষণা করে। নোবেল পুরস্কারের এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন তারা।
অবশ্য এই তিন বিজ্ঞানীই যে নোবেল পাচ্ছেন, তা ফাঁস হয়ে গিয়েছিল কয়েক ঘণ্টা আগেই। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমিই ভুল করে এক ই মেইলে তিন বিজ্ঞানী এবং তাদের গবেষণার বিষয় প্রকাশ করে দেয়। সুইডেনের পত্রিকা ডেইলি ডেগেনস নাইহেটার (ডিএন) সেসব নাম ছাপিয়েও দেয়।পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও সেই খবর আসে।
অ্যাকাডেমির সভাপতি জোহান অ্যাকভিস্ট অবশ্য সে সময় বলেছিলেন, অ্যাকাডেমি ‘ভুল করে’ এটা করেছে। তবে বিজয়ী কারা, সে সিদ্ধান্ত তখনও ‘চূড়ান্ত’ হয়নি।
তবে কয়েক ঘণ্টা বাদে অ্যাকাডেমির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুঙ্গিয়া জি বাবেন্দি, লুইস ব্রুস এবং অ্যালেক্সি একিমভের নামই ঘোষণা করা হয়।
অ্যাকাডেমির বিবৃতিতে বলা হয় “২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কোয়ান্টম ডটস আবিষ্কার ও উন্নয়নের জন্য। এই ন্যানো পার্টিকলগুলো এতটাই ক্ষুদ্র যে তাদের আকার তাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে।
“ন্যানোটেকনোলজির এই ক্ষুদ্রতম পার্টিকলগুলোই এখন টেলিভিশন ও এলইডি বাতি তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এমনকি টিউমার অপারেশনের সময় সার্জনরাও এ প্রযুক্তির সহায়তা নিচ্ছেন।”
দুটো অণুকে কীভাবে খুব সহজে জোড়া দেওয়া যায় এবং জীবন্ত কোষে কী করে সেই কৌশল খাটানো যায়, সেই পথের দিশা দেখিয়ে গতবছর রসায়নে নোবেল পান যুক্তরাষ্ট্রের ক্যারোলিন আর বের্তোজ্জি, ডেনমার্কের মর্টেন মেলডাল এবং যুক্তরাষ্ট্রের কে. ব্যারি শার্পলেস।
বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। কোভিডের বিরুদ্ধে এমআরএনএ ভ্যাকসিন তৈরির গবেষণার জন্য হাঙ্গেরিয়ান-আমেরিকান বায়োকেমিস্ট কাতালিন কারিকো এবং মার্কিন চিকিৎসক ড্রিউ ওয়াইসম্যান এবার চিকিৎসায় নোবেল জিতেছেন।
সোমবার ঘোষণা হয় পদার্থবিদ্যার নোবেল। পদার্থের ভেতরে ইলেক্ট্রন কীভবে শক্তি বিনিময় করে সেই রহস্য বুঝতে আলোক তরঙ্গের অ্যাটোসেকেন্ড পালস তৈরির পদ্ধতি নিয়ে গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের পিয়েরে আগোস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউস এবং সুইডিশ গবেষক আন লিয়ের চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন।
বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।
[সংবাদটি প্রথমে ফেইসবুকে প্রকাশি হয়েছে ৪ অক্টোবর ২০২৩ তারিখে