“আমরা ভারতকে প্ররোচিত করা কিংবা উত্তেজনা বাড়াতে চাইছি না,” বলেন তিনি।
Published : 24 Jan 2024, 12:54 AM
কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জার খুনের পেছনে ভারতের নাম জড়িয়ে নয়াদিল্লিকে কোনোভাবেই ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছেন না বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তিনি বলছেন, অটোয়া চায় ভারত বিষয়টিতে যথাযথভাবে মনোনিবেশ করুক।
মঙ্গলবার সাংবাদিকদেরকে ট্রুডো বলেন, “ভারত সরকারের এ বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে নেওয়া দরকার। আমরা সেটিই করছি। আমরা ভারতকে প্ররোচিত করা কিংবা উত্তেজনা বাড়াতে চাইছি না।”
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলিতে নিহত হন হারদিপ সিং নিজ্জার। সোমবার কানাডার হাউজ অব কমন্সের অধিবেশনে ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা নিজ্জার খুনের ঘটনায় ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ পেয়েছে।
তবে ভারত এমন অভিযোগ ‘ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নাকচ করে দিয়েছে। অভিযোগ করে নয়াদিল্লি বলেছে, কানাডা দীর্ঘদিন ধরেই ভারতের নিরাপত্তায় হুমকি হয়ে থাকা ‘খালিস্তানি সন্ত্রাসী ও চরমপন্থিদের’ আশ্রয় দিয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, কানাডার অভিযোগ নিয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন। ভারতকে তদন্তে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
হারদিপ সিং নিজ্জা খুনে ভারতের জড়িত থাকা নিয়ে কানাডার বক্তব্যের পর দুই দেশের মধ্যে উত্তেজনা এরই মধ্যে বেড়েছে। একে অপরের কূটনীতিক বহিষ্কার করেছে দেশ দুটি। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)