রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক এবং বেলগোরোদ অঞ্চলে চলমান লড়াই নিয়ে শীর্ষ রুশ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন একথা বলেন।
Published : 12 Aug 2024, 09:00 PM
সীমান্তবর্তী এলাকায় ইউক্রেইনের সেনাদের আকস্মিক অনুপ্রবেশের পর প্রতিক্রিয়া প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এর জবাবে “শত্রুপক্ষকে আমাদের মাটি থেকে বাইরে বের করে দেওয়া হবে।”
রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক এবং বেলগোরোদ অঞ্চলে চলমান লড়াই নিয়ে শীর্ষ রুশ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন একথা বলেন।
তিনি বলেন, “প্রতিরক্ষামন্ত্রণালয়ের প্রধান কাজ হচ্ছে শত্রুকে আমাদের ভূখন্ডের বাইরে ঠেলে দেওয়া, বের করে দেওয়া।” রাশিয়ার ভূখন্ডে ঢুকে পড়ার জন্য ইউক্রেইন সমুচিত জবাব পাবে বলে পুতিন হুমকি দেন।
রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনের সেনারা গত সপ্তাহে মঙ্গলবার হঠাৎ করেই ঢুকে পড়ে। এরপর থেকে এই সেনারা সেখানকার ২৮ টি গ্রাম দখলে নিয়েছে বলে রুশ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন কুর্স্কের গভর্নর।
ইউক্রেইনের সেনারা ওই অঞ্চলের ৭ দশমিক ৪ মাইল অভ্যন্তরেও ঢুকে পড়েছে এবং লড়াইয়ের মুখে ১২১,০০০ স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিবিসি জানায়, কুর্স্কের পাশেই আরেকটি সীমান্তবর্তী এলাকা বেলগোরদ থেকেও সোমবার সকালে প্রায় ১১,০০০ মানুষকে চলে যেতে বলা হয়েছে। সীমান্তের কাছে ইউক্রেইনের সেনাদের সক্রিয় তৎপরতার কারণে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম ইউক্রেইনের সেনারা শত্রুভূমির অনেকখানি ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববারই প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে তাদের সেনাদের লড়াই চলার কথা স্বীকার করেছেন। বলেছেন, ইউক্রেইনীয় বাহিনী যুদ্ধকে আগ্রাসী দেশের মাটিতে নিয়ে যাচ্ছে।
রাশিয়ার মাটিতে ঢুকে পড়ে ইউক্রেইনীয় সেনাদের হামলা ৬ দিনে গড়ানোর পর রোববার এর ‘কঠোর জবাব’ দেওয়ার অঙ্গীকার করেছিলেন মস্কোর কর্মকর্তারা।