তাকে ঘটনাস্থল থেকে হেলিকপ্টার যোগে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার আহত ২২ বছর বয়সী সঙ্গী এখনও হাসপাতালে আছেন।
Published : 16 Jun 2023, 01:04 PM
ইউরোপের জনপ্রিয় পর্যটন গন্তব্য জার্মানির নয়শওয়ানস্টাইন দুর্গের কাছে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের হামলায় আহত হওয়ার পর এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জার্মানির পুলিশ জানিয়েছে, ওই মার্কিন নাগরিক সেখানে দুই নারী পর্যটকের ওপর হামলা চালিয়েছিলেন, তাদের মধ্যে গুরুতর আহত ২১ বছর বয়সী নারী রাতে নিকটবর্তী একটি হাসপাতালে মারা যান।
তাকে ঘটনাস্থল থেকে হেলিকপ্টার যোগে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার আহত ২২ বছর বয়সী সঙ্গী এখনও হাসপাতালে আছেন।
এ ঘটনায় সন্দেহভাজন ওই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মারিয়েনব্লুখা সেতুর (এই সেতুটি থেকেও দুর্গটি দেখা যায়) কাছে একটি বনপথে ওই দুই নারী সঙ্গে ৩০ বছর বয়সী ওই আমেরিকানের দেখা হয়, তিনি তাদের একটি নিরালা বনপথে নিয়ে যান যার শেষ প্রান্ত থেকে দুর্গটি দেখা যায়।
এরই এক পর্যায়ে ওই ব্যক্তি ২১ বছর বয়সী নারীকে আক্রমণ করেন, তখন ২২ বছর বয়সী নারী তাকে বাধা দেন, ওই পুরুষ তার গলা টিপে ধরে তাকে একটি খাড়া ঢাল দিয়ে ফেলে দেন।
ইংরেজিতে দেওয়া এক বিবৃতিতে পুলিশ বলেছে, “যতদূর জানা গেছে, ২১ বছর বয়সী নারীর ওপর যৌন অপরাধের চেষ্টা হয়েছিল।”
পরে হামলাকারী বাধার মুখে ২১ বছর বয়সী ওই নারীকেও ঢাল দিয়ে ঠেলে ফেলে দেন, এতে তিনি ৫০ মিটার নিচে পড়ে জ্ঞান হারান।
At Neuschwanstein, there was a rescue of multiple people from a helicopter and one was taken out in handcuffs, seemingly after they fell from a cliff and climbed over railings. pic.twitter.com/yVGqqSRlwX
— Eric Abneri (@thefrownyface) June 14, 2023
ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সময় বুধবার বিকালে ব্যাপক অভিযান চালিয়ে ওই হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
পাহাড়ি গিরিসঙ্কট থেকে ওই দুই নারীকে উদ্ধার করার পর হেলিকপ্টার যোগে হাসপাতালে নেওয়া হয়েছিল। তারা দুইজনও মার্কিন নাগরিক বলে জানিয়েছে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা।
পুলিশ জানিয়েছে, হত্যা, হত্যা চেষ্টার পাশাপাশি যৌন অপরাধের ঘটনা আমলে নিয়ে তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে।
মিউনিখ থেকে প্রায় ১০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অস্ট্রিয়া সীমান্তের কাছে নয়শওয়ানস্টাইন দুর্গ ইউরোপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর অন্যতম।
দুর্গটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ১৪ লাখ মানুষ দুর্গটি দেখতে যায় আর গ্রীষ্মের সময় প্রতিদিন গড়ে ছয় হাজারেরও বেশি পর্যটক সেখানে হাজির হন।