সবথেকে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে প্যাসিফিক পেলিসেডস এলাকা। ৫ হাজার ৩০০ এরও বেশি ভবন পুড়ে ছাই হয়েছে। পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে।
Published : 11 Jan 2025, 08:30 AM
সর্বগ্রাসী দাবানলের আগুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস যেন নরককুণ্ড। শুষ্ক আবহাওয়ার সঙ্গে তীব্র বাতাসের বেগের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। হাজার হাজার একর এলাকা জুড়ে পুড়ছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের সঙ্গে অন্যান্য কাউন্টিগুলো থেকেও ফায়ার সার্ভিস কর্মীরা যোগ দিচ্ছেন। কিন্তু এখনও দাবানলগুলো দ্রুত ছড়াচ্ছে।
সবথেকে বেশি পুড়েছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক পেলিসেডস এলাকা। যুক্তরাষ্ট্রের অনেক তারকা সেখানে থাকেন। তারাও কোনোমতে এক কাপড়ে ঘরবাড়ি ছেড়েছেন। ৫ হাজার ৩০০ এরও বেশি ভবন সেখানে পুড়ে ছাই হয়েছে। পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে।
যুক্তরাষ্ট্রের এমন দুর্যোগের ভয়াবহতার চিত্র স্যাটেলাইট ছবি, মানচিত্র, আগে-পরের ছবি ও বিভিন্ন গ্রাফচিত্রে তুলে ধরেছে বিবিসি।
প্রশান্ত মহাসাগরের পাড় ধরে চলে গেছে মহাসড়ক। ম্যালিবু এলাকার ওই সড়কের উভয় পাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আগুনে পুড়ে ছাই হয়েছে। স্যাটেলাইট ছবিতে দাবানলের আগে-পরের দৃশ্য স্পষ্ট হয়ে উঠেছে।
লস অ্যাঞ্জেলেস এখনও পুড়ছে
পেলিসেডস: সান্তা মনিকা ও ম্যালিবুর মধ্যবর্তী পেলিসেডসে সবথেকে বেশি আগুন ছড়িয়েছে। ওই এলাকার প্রায় ২০ হাজার একর পুড়েছে আগুনে। ৫ হাজার ৩০০ এরও বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। ৩০ হাজার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইটন: দ্বিতীয় বড় আগুন লেগেছে পাসাদেনার উত্তরে ইটনে। সেখানে ১৩ হাজার ৬৯০ একর এলাকা পুড়েছে। ৪ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত দাবানলে যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তারা ইটনের।
হার্স্ট: লস অ্যাঞ্জেলেসের উত্তর-পূর্বের এই এলাকায় ৭৭০ একর জুড়ে ছড়িয়েছে দাবানলের আগুন।
লিডিয়া: লস অ্যাঞ্জেলেসের উত্তরের এ এলাকাটির ৩৯৪ একর পুড়েছে।
কেনেথ: পেলিসেডসের উত্তরে ওয়েস্ট হিলসের এই এলাকায় আগুন লাগে বৃহস্পতিবার বিকালে। এখন পর্যন্ত ৯৬০ একর এলাকা ছড়িয়েছে আগুন।
যে জায়গায় আগুন নিয়ন্ত্রণে
উডলি: এ এলাকার অল্প পরিসরে আগুন লেগেছিল। পুড়েছে ৩০ একর এলাকা।
অলিভাস: লস অ্যাঞ্জেলেস থেকে ৫০ মাইল (৮০ কিলোমিটার) পূর্বে ভেনচুরা কাউন্টিতে আগুন বেশি পরিমাণে ছড়ায়নি। সেখানকার ১১ একর এলাকা পুড়েছে।
সানসেট: সানসেটের বিখ্যাত হলিউড হিলসেও আগুন লাগে। পুড়ে যায় ৪৩ একর এলাকা।
পেলিসেডসে আগুন কত দ্রুত ছড়িয়েছে তা ওপরের ছবিতে স্পষ্ট। মঙ্গলবার আগুন ধরার পর থেকে ঘণ্টার ব্যবধানে তা বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এদিন বেলা ২টার পরপরই ৭৭২ একর এলাকায় ছড়ায়। আর পরবর্তী চার ঘণ্টায় ছড়ায় আরও প্রায় তিনগুণ বেশি এলাকা জুড়ে।
পেলিসেডসে আগুন প্রায় ২০ হাজার একর এলাকা ছড়িয়েছে। হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে। ১ হাজার ৪০০ ফায়ার সার্ভিস কর্মী আগুন নেভাতে লড়াই করে যাচ্ছে।
ইটনেও আগুন দ্রুত আগুন ছড়িয়েছে। মঙ্গলবার ১ হাজার একর এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড় থেকে এখন পর্যন্ত সেই ব্যাপ্তি ১৩ হাজারে দাঁড়িয়েছে।
পেলিসেডস ও ইটনের আগুনের চিত্র উঠে এসেছে নিচের দুটি স্যাটেলাইট ছবিতে।
সবথেকে বড় আগুনে পুড়েছে হাজারো ভবন
বিবিসির প্রকাশ করা মানচিত্রটিতে দেখা যাচ্ছে, ইতোমধ্যে দুটি বড় আগুনে ২০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে গেছে। পেলিসেডস ও ইটনের ওই আগুনে অনেকেই ঝুঁকিতে।
পেলিসেডসের আগুন কী পরিমাণ ছড়িয়েছে, সেই ধারণা দিতে নিউ ইয়র্ক ও লন্ডনের মানচিত্রের ওপর আগুনের পরিসর বসিয়ে দেখানো হয়েছে ওপরের ছবিতে।
ইটনের আগুনের প্রভাব
লস অ্যাঞ্জেলেসের আশেপাশে কেবল পেলিসেডসের দাবানলই ধ্বংসযজ্ঞ ডেকে আনেনি। ইটনে ছড়ানো দাবানলের সর্বগ্রাসী রূপও স্পষ্ট হয়ে উঠেছে।
পাসাদেনার জিউশ টেম্পলও ইটনের আগুনে ধ্বংস হয়েছে। ১৯৪১ সাল থেকে এই টেম্পল চালু রয়েছে। ৪০০ পরিবার এখানে সমবেত হতে পারতেন।
আরও পড়ুন-
লস অ্যাঞ্জেলেসের দাবানল এত ভয়ঙ্কর হল কীভাবে