অক্টোবরে ইউক্রেইন যুদ্ধে প্রতিদিন গড়ে রাশিয়ার বাহিনীর প্রায় ১৫০০ সেনা মৃত্যু হয়েছে- বলেছেন ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান টনি রাদাকিন।
Published : 10 Nov 2024, 05:55 PM
ইউক্রেইন যুদ্ধের শুরু থেকে গত অক্টোবর মাসেই সবচেয়ে বেশি সেনা মৃত্যুর শিকার হয়েছে রুশ বাহিনী। যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান বিবিসি কে একথা বলেছেন।
অ্যাডমিরাল টনি রাদাকিন বলেছেন, অক্টোবরে ইউক্রেইন যুদ্ধে প্রতিদিন গড়ে রাশিয়ার বাহিনীর প্রায় ১৫০০ সেনা মৃত্যু হয়েছে। এতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত রাশিয়া ৭ লাখ সেনা খুইয়েছে।
রাশিয়া কখনও যুদ্ধে তাদের সেনা নিহতের সংখ্যা জানায়নি। তবে পশ্চিমা প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, অক্টোবরে সেনার মৃত্যু এ পর্যন্ত সবচেয়ে বেশি।
বিবিসি ওয়ানের সানডে প্রোগ্রামে টনি রাদাকিন বলেন, ইউক্রেইনে রুশ প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের জন্য রাশিয়ার জনগণ ‘চরম মূল্য দিচ্ছে’। খুব সামান্য কিছু ভূমি বাড়ানোর জন্য রুশ বাহিনীকে ওই লাখ লাখ সেনা হারাতে হয়েছে।
তিনি আরও বলেন, “রাশিয়া যে যুদ্ধে কৌশলগত, আঞ্চলিক অগগ্রতি অর্জন করে ইউক্রেইনের ওপর চাপ বাড়াচ্ছে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু এ লড়াইয়ে রাশিয়া তাদের প্রতিরক্ষা এবং নিরাপত্তায় সরকারি খরচের ৪০ শতাংশের বেশি ব্যয় করছে। দেশের জন্য এ ব্যয় এক বিশাল অপচয়।”