ছুরিকাঘাতের ঘটনার কয়েক দিন আগে সুপ্রিম কোর্ট ডেরেক শভিনের একটি আপিল আবেদন বাতিল করে দেয়। যেখানে তিনি বলেছিলেন, জর্জ ফ্লয়েড হত্যা মামলায় তিনি ন্যায় বিচার পাননি।
Published : 25 Nov 2023, 09:32 PM
যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাড়ে তিন বছরের কারাদণ্ড পাওয়া সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন কারাগারে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলে দেশটির কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
কারাগারে ৪৭ বছর বয়সী শভিনকে আরেক কারাবন্দি ছুরিকাঘাত করেন বলে নাম প্রকাশ না করে দুইটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। বলেছে, ওই কারাবন্দি ছুরি হাতে শভিনকে আক্রমণ করেন।
২০২০ সালের মে মাসে মিনিয়াপলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড খুন বিশ্বব্যাপী বিক্ষোভের আগুন উস্কে দিয়েছিল । খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল বর্ণবাদবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠা যুক্তরাষ্ট্রকে। ফ্লয়েড হত্যা মামলায় ন্যায়বিচারের জন্য অধীর আগ্রহে দিনের পর দিন অপেক্ষা করেছে মানুষ।
ফ্লয়েডের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সিগারেট কিনতে দোকানে ২০ ডলারের একটি জাল নোট ব্যবহার করেছিলেন। যে কারণে দোকানদার পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লয়েডকে গ্রেপ্তারের সময় শভিন হাঁটু গেড়ে ফ্লয়েডের ঘাড়ে চেপে বসে ছিলেন। সেসময় ফ্লয়েড বারবারই ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ বলে আকুতি জানালেও শভিনের মন গলাতে পারেননি। সেখানেই দম আটকে মারা যান ফ্লয়েড। ওই ঘটনার ৯ মিনিটের একটি ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তুলে। ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে শেতাঙ্গ পুলিশের অতিরিক্ত শক্তির ব্যবহারের বিরুদ্ধে শুরু হওয়া ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। যা যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছিল।
হত্যাকাণ্ডের মাসখানেক পর ফ্লয়েডের পরিবার নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে।
অত্যন্ত চাঞ্চল্যকর এ মামলায় বিচার শেষে ২০২১ সালের এপ্রিল মাসে জুরি বোর্ড শভিনকে দোষীসাব্যস্ত করে সাড়ে তিন বছরের কারাদণ্ডের সাজা দেয়।
তিনি অ্যারিজোনা রাজ্যের একটি কারাগারে রয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, দ্য ব্যুরো অব প্রিজন্স থেকে এক বিবৃতিতে টুসন নগরীর একটি কেন্দ্রীয় কারাগারে শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে একজন কারাবন্দি ছুরিকাঘাতে আহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। আহত কারাবন্দিকে হাসপাতালে নিয়ে যাওয়া কথা বলা হলেও বিবৃতিতে তার নাম উল্লেখ করা হয়নি।
এ ঘটনায় আর কেউ আহত হননি বলে ধারণা করা হচ্ছে। শভিনের আঘাত গুরুতর হলেও তিনি বেঁচে যাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
এ বিষয়ে মিনেসোটা অ্যার্টোনি জেনারেল কেইথ এলিসন সিএনএন কে শভিনের ছুরিকাঘাতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার অবস্থা স্থিতিশীল।
তার কার্যালয় থেকেও তার বরাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “ডেরেক শভিন নৃশংসতার শিকার হয়েছেন শুনে আমি মর্মাহত।
“তিনি তার অপরাধের জন্য যথাযথভাবে দোষী সাব্যস্ত হন এবং যে কোনও কারাবন্দি ব্যক্তির মতো কোনো ধরণের প্রতিশোধ বা সহিংসতার শিকার হওয়ার ভয় ছাড়াই তার সাজা ভোগ করতে পারা উচিত।”
এ ঘটনার কয়েক দিন আগে সুপ্রিম কোর্ট শভিনের একটি আপিল আবেদন বাতিল করে দেয়। যেখানে তিনি বলেছিলেন, জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে তিনি ন্যায় বিচার পাননি।
জর্জ ফ্লয়েড হত্যা, সাবেক পুলিশ কর্মকর্তার সাড়ে ৩ বছরের জেল
জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক শভিন দোষী সাব্যস্ত
জর্জ ফ্লয়েড: যে হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রকে ঠেলে দিয়েছিল খাদের কিনারায়