আজীবনের রিপাবলিকান ডিক চেনির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণা শিবির।
Published : 07 Sep 2024, 11:37 PM
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও আজীবনের রিপাবলিকান ডিক চেনি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন।
জর্জ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে চেনি তার ডেপুটি ছিলেন। ওই সময় ভাইস প্রেসিডেন্ট চেনিকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।
শুক্রবার এক বিবৃতিতে চেনি সবাইকে সতর্ক করে বলেন, “সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে (রিপাবলিকান প্রার্থী) আর কখনো ক্ষমতায় বিশ্বাস করা যায় না। আমাদের জাতির ২৪৮ বছরের ইতিহাসে আমাদের প্রজাতন্ত্রের জন্য ডনাল্ড ট্রাম্পের চেয়ে বড় হুমকি আর কেউ ছিলেন না। ভোটাররা প্রত্যাখ্যান করার পর নিজেকে ক্ষমতায় রাখার জন্য মিথ্যা ও সহিংসতা ব্যবহার করে শেষ নির্বাচন চুরি করার চেষ্টা করেছিলেন তিনি।”
তিনি আরও বলেন, “সংবিধান রক্ষার জন্য দেশকে দলাদলির উর্ধ্বে রাখা নাগরিক হিসেবে আমাদের সবার কর্তব্য। এই কারণেই আমি আমার ভোট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দেবো।”
বিবিসি জানায়, চেনির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে হ্যারিসের প্রচারণা শিবির।
হ্যারিসের প্রচারণা শিবিরের চেয়ার পারসন জেন ও’ম্যালি ডিলন বলেন, “ভাইস প্রেসিডেন্ট চেনির সমর্থন পেয়ে ভাইস প্রেসিডেন্ট (হ্যারিস) গর্বিত ও দলের ওপর দেশকে স্থান দেওয়ার তার (চেনির) সাহসের জন্য গভীর শ্রদ্ধা জানিয়েছেন।”
ডিক চেনির কন্যা সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনি টেক্সাসে এক অনুষ্ঠানে একদল দর্শককে জানিয়েছিলেন, তারা বাবা ডেমোক্র্যাটিক দলের প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করেছেন।
ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ায় দলটির অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এবার ডিক চেনিও বাড়তে থাকা ওই দলে যোগ দিলেন। তার কন্যা লিজ চেনি ইতোমধ্যেই হ্যারিসের প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন।