চেক রিপাবলিক ও পোল্যান্ডের কিছু অংশ প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে।
Published : 15 Sep 2024, 11:26 PM
বরিস নামের একটি নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে ইউরোপের মধ্যাঞ্চলের পোল্যান্ড থেকে রোমানিয়া পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হচ্ছে ও ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
রোববার পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। এর মধ্যে রোমানিয়ায় মারা গেছে পাঁচজন। অন্তত সোমবার পর্যন্ত আরও বৃষ্টি ও ঝড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, রোববার পোল্যান্ডের দক্ষিণপশ্চিমাঞ্চলে একজন ডুবে মারা গেছেন, অস্ট্রিয়ায় এক উদ্ধার কর্মী নিহত হয়েছেন। চেক রিপাবলিকের বন্যাকবলিত এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
চেক রিপাবলিক ও পোল্যান্ডের কিছু অংশ প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। বহু শহরের হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় আড়াই লাখ চেক বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে ঘিরে থাকা প্রদেশ লোয়ার অস্ট্রিয়াকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দেশটির ভাইস চ্যান্সেলর ভেহানা কোগলা জানান, লোয়ার অস্ট্রিয়ায় বন্যা নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে এক দমকল কর্মী নিহত হয়েছেন।
চেক সীমান্তবর্তী পোল্যান্ডের ঐতিহাসিক শহর গুখোয়াজেতে একটি সেতু ধসে পড়েছে। পার্বত্য শহর স্ত্রোনিয়া স্লাউন্সকিয়ায় একটি বাঁধ ধসে পড়েছে বলে পোল্যান্ডের আবহাওয়া ইনস্টিটিউট জানিয়েছে। এরপর শহরটির একটি বাড়ি পানির তোড়ে ভেসে গেছে ও একটি সেতু ধসে পড়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
পরিস্থিতি আরও খারাপ হবে, বন্যাকবলিত কিছু এলাকার বাসিন্দারা এমনটি ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।
চেক রিপাবলিকের পুলিশ জানিয়েছে, শনিবার লিপোভা লাজনে জেলার এক গ্রামের কাছে স্তারিক নদীতে তিন আরোহীসহ একটি গাড়ি নিমজ্জিত হয়েছে, তারা ওই আরোহীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
বুধবার থেকে রোববার পর্যন্ত চেক রিপাবলিকের রাজধানী প্রাগের পূর্বাঞ্চলীয় ওই জেলায় প্রায় ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখানে বন্যায় আটকা পড়া লোকজনকে উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনী একটি হেলিকপ্টার ব্যবহার করছে।
দেশটির দমকল বাহিনীর প্রধান জানিয়েছেন, সারা দেশের বন্যাকবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।