দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের একজন উপস্থাপক নিহত হয়েছেন।
Published : 01 Oct 2024, 12:04 PM
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের আকাশ হামলায় তিন বেসামরিক নিহত ও আরও নয়জন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম মঙ্গলবার এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
এর আগে গণমাধ্যমটি জানিয়েছিল, ইসরায়েলি হামলায় তাদের একজন উপস্থাপক নিহত হয়েছেন।
এই উপস্থাপক নিহত ওই তিন বেসামরিকের একজন কি না, তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
ইসরায়েলের ওই হামলায় বেসামরিক সম্পত্তিরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার ভোরে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এক রাতেই দামেস্কের আশপাশের আকাশে ‘শত্রুপক্ষীয় লক্ষ্যবস্তুকে’ পরপর তিনবার বাধা দিয়ে ধ্বংস করে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
হামলার এই খবরের বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীকে জিজ্ঞেস করা হলে তারা জানায়, বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে তারা কোনো মন্তব্য করে না।
সিরিয়ায় ইরানের সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে অনেকদিন ধরেই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। কিন্তু গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন আক্রমণ চালানোর পর থেকে ইসরায়েলের এ ধরনের হামলার সংখ্যা বেড়ে গেছে।