চলতি মূল্যে ডিসেম্বর শেষে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ লাখ ৪ হাজার ৩০০ কোটি টাকা।
Published : 09 Apr 2025, 01:51 AM
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আন্দোলন-সংঘাতের ধাক্কা সামলে দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ কিছুটা বেড়েছে।
মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশ। আগের ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যা ছিল ৪ দশমিক ৪৭ শতাংশ।
চলতি অর্থবছরের শুরুতেই সরকার পরিবর্তনের দাবিতে উত্তাল ছিল সারাদেশ। অবরোধ, সংঘাত ও ইন্টারনেট বন্ধ রাখার ঘটনায় অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল, যার প্রভাব পড়ে অর্থনীনতিতে। যে কারণে অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয় মাত্র ১ দশমিক ৯৬ শতাংশ। গত বছর একই সময়ে এ হার ছিল ৫ দশমিক ৮৭ শতাংশ।
ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরে। সরকার কিছুটা স্থিতিশীল হলে আন্দোলন সংগ্রামের চাপও কমতে শুরু করে। এতে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে সাধারণ সময়ের মত।
বিবিএসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখেছে শিল্প খাত। অক্টোবর-ডিসেম্বর সময়ে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১০ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ১ দশমিক শূন্য ৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাতে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৪৪ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৭৮ শতাংশ।
অবশ্য এই সময়ে সেবা ও কৃষি খাতে প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় কমেছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ দশমিক শূন্য ৯ শতাংশ। আর সেবা খাতে এই প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৭৮ শতাংশ, যা আগের অর্থবছরের এই সময়ে ৭ দশমিক ১০ শতাংশ ছিল।
চলতি মূল্যে গত ডিসেম্বর শেষে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ লাখ ৪ হাজার ৩০০ কোটি টাকা। স্থির মূল্যে তা ৮ লাখ ৮৬ হাজার ৮০০ কোটি টাকা। আগের অর্থবছরের এই সময়ে ছিল যথাক্রমে ১২ লাখ ৬৭ হাজার ৬০০ কোটি ও ৮ লাখ ৮৪ হাজার ৮০০ কোটি টাকা।