পূণ্য তীর্থ হিসেবে পরিচিত সাইয়েদা জয়নাব মাজারের ভেতরে বোমা হামলা চালানোর চেষ্টা করেছিল আইএস, দাবি সিরিয়ার গোয়েন্দা সংস্থার।
Published : 11 Jan 2025, 10:55 PM
সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলীতে একটি মাজার উড়িয়ে দেওয়ার ইসলামিক স্টেটের (আইএস) প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা সিরিয়ার গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, শিয়াদের কাছে পূণ্য তীর্থ হিসেবে পরিচিত সাইয়েদা জয়নাব মাজারের ভেতরে বোমা হামলা চালানোর চেষ্টা করেছিল আইএস, কিন্তু সিরিয়ার গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।
এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ওই গোয়েন্দা কর্মকর্তা সানাকে বলেন, “সিরিয়ার জনগণকে লক্ষ্যস্থল করার সব প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করতে জেনারেল ইন্টেলিজেন্স অধিদপ্তর তাদের সবগুলো উপায় ব্যবহার করছে।”
আল জাজিরা জানায়, সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে চার ব্যক্তির ছবি পোস্ট করে তারা আইএসের সেলের সদস্য বলে দাবি করেছে। এদের দামেস্কের আশপাশের গ্রামীণ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তারা।
তারা কিছু সরঞ্জামের ছবিও প্রকাশ করেছে। এগুলো সন্দেহভাজনদের কাছ থেকে জব্দ করা হয়েছে বলে দাবি তাদের। এসব সরঞ্জামের মধ্যে কয়েকটি স্মার্ট ফোন, দুটি রাইফেল, তিনটি বিস্ফোরক ডিভাইস ও বেশ কয়েকটি গ্রেনেড রয়েছে।
ছবিগুলোতে দুই লেবাননি ও এক ফিলিস্তিনির পরিচয় পত্রের ছবি প্রকাশ করা হয়েছে। ওই ফিলিস্তিনি লেবাননে শরণার্থী হিসেবে বসবাস করেন।
দামেস্ক থেকে আল জাজিরার প্রতিনিধি হামজা মোহাম্মদ জানান, যে মাজারটিকে তারা লক্ষ্যস্থল করেছিল সেটির অবস্থান দামেস্কের দক্ষিণাংশের শহরতলীতে।
“এটি শিয়া মুসলিমদের জন্য ধর্মীয়ভাবে খুব গুরুত্বপূর্ণ স্থান। এখানে নবী মুহম্মদের (সাঃ) নাতনীর কবর আছে বলে বিশ্বাস করা হয়,” বলেন তিনি।
তবে এবারই প্রথম এই মাজারটিকে লক্ষ্যস্থল করা হয়েছে, এমন নয়। ২০০৮ সালে এই মাজারটিকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছিল আর তাতে ১৭ জন নিহত হয়েছিল।