জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, নৌকাটিতে বিভিন্ন দেশের প্রায় ৩০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন।
Published : 05 Nov 2024, 06:20 PM
পূর্ব আফ্রিকা উপকূলে ভারত মহাসাগরের কোমোরোস দ্বীপুঞ্জে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর অন্তত ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাতে আঞ্জোয়ান ও মায়োত্ত দ্বীপের মাঝামাঝি থাকাকালে মানব পাচারকারীরা ইচ্ছাকৃতভাবে নৌকাটি ডুবিয়ে দেয়। তিন মাসের মধ্যে এ অঞ্চলে নৌকাডুবির এটি তৃতীয় ঘটনা।
বেঁচে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের বরাত দিয়ে আইএমও জানিয়েছে, নৌকাটিতে বিভিন্ন দেশের প্রায় ৩০ জন আরোহী ছিলেন, তাদের মধ্যে সাতজন নারী ও চার শিশু ছিল।
“পাঁচ জীবিতকে শনিবার সকালে উদ্ধার করে স্থানীয় জেলেরা,” বলেছে আইওএম।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে আঞ্জোয়ান থেকে যাত্রা করা ১২ জন যাত্রী বহনকারী একটি নৌকা মায়োত্তে পৌঁছানোর আগেই ডুবে যায়। অন্যদিকে আগস্টে একই ধরনের আরেক ঘটনায় আট জন মারা যায়।
মায়োত্তে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের অংশ, তবে কোমোরোস এটি তাদের দেশের অংশ বলে দাবি করে আসছে।