জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে উপস্থিত হয়ে এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
Published : 24 Sep 2024, 01:09 PM
লেবাননের হিজবুল্লাহর সঙ্গে তাদের চলমান সংঘাতে ইরানকে জড়াতে ও মধ্যপ্রাচ্যজুড়ে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করতে ইসরায়েল উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ ধরনের কিছু হলে তার ‘অপরিবর্তনীয়’ পরিণতির বিষয়ে সতর্ক করেছেন তিনি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে উপস্থিত হয়ে একদল সাংবাদিককে এসব কথা বলেন তিনি, জানিয়েছে রয়টার্স।
পেজেশকিয়ান বলেন, “মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না আমরা, এর পরিণতি অপরিবর্তনীয় হতে পারে। আমরা শান্তিতে থাকতে চাই, আমি যুদ্ধ চাই না। ইসরায়েল চায় সর্বাত্মক সংঘাত তৈরি করতে।”
একটি বাস্তববাদী পরাষ্ট্রনীতির প্রতিশ্রুতি দেওয়া মধ্যপন্থি রাজনীতিক পেজেশকিয়ান জুলাইয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। গাজায় ইসরায়েলের ‘গণহত্যার’ মুখেও নিশ্চুপ থাকার জন্য বিশ্ব সম্প্রদায়কে অভিযুক্ত করেন তিনি। তিনি সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধানের আহ্বান জানান।
তিনি বলেন, “আমাদের বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি হয়ে যাবে। কিন্তু সেই সপ্তাহ আর এলো না, তার বদলে ইসরায়েল তাদের আক্রমণ বাড়িয়েই চলছে।”
ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাতে ইরান জড়াবে কি না, এমন প্রশ্নে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, “যারা তাদের অধিকার ও নিজেদের রক্ষার চেষ্টা করছে এমন যে কোনো গোষ্ঠীকে রক্ষা করবো আমরা।”
ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালিয়ে সোমবারকে গত এক বছরের মধ্যে লেবাননের সবচেয়ে প্রাণঘাতী দিনে পরিণত করার পর পেজেশকিয়ান এসব কথা বলেন।
সোমবার লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৯২ জন নিহত হন। লেবাননে এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দিন। ইসরায়েলের ব্যাপক হামলা থেকে বাঁচতে দক্ষিণ লেবাননের হাজার হাজার বাসিন্দা উত্তরের উদ্দেশে ছুটতে শুরু করেছে।
আরও পড়ুন: