শুক্রবার জার্মানির দক্ষিণের এই শহরেই হতে যাচ্ছে মিউনিখ নিরাপত্তা সম্মেলন, যাতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অনেক বিশ্বনেতারই অংশ নেওয়ার কথা।
Published : 13 Feb 2025, 05:57 PM
জার্মানির মিউনিখে একদল মানুষের উপর চলন্ত গাড়ি উঠে পড়ার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।
এ ঘটনার পর দাহাউয়ের স্ত্রাসা এলাকায় বড় অভিযান শুরু হয়েছে বলেও বাহিনীটির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ঘটনাস্থল থেকে মিনি কুপার গাড়িটির চালককে আটক করা হয়েছে। তার দিক থেকে বিপদের কোনো আশঙ্কা নেই, বলেছে পুলিশ।
অভিযান চলছে শহরের কেন্দ্রীয় ট্রেন স্টেশনের কাছে, জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার পরিবহন খাতের শ্রমিকদের ইউনিয়ন ফার্দির সঙ্গে সংশ্লিষ্ট এক সমাবেশস্থলে ভিড়ের মধ্যে গাড়ি উঠে যাওয়ার এ ঘটনা ঘটে।
চালক ইচ্ছা করেই এ কাজ করেছে, নাকি ব্রেক আর অ্যাক্সিলারেটর গুলিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটেছে, পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে জার্মান দৈনিক বিল্ড।
সমাবেশের সঙ্গে এ ঘটনার কোনা যোগ আছে কিনা, কর্মকর্তারা তাও খতিয়ে দেখছেন, স্থানীয় সম্প্রচারমাধ্যম বিআর-কে এমনটাই বলেছেন পুলিশের এক মুখপাত্র।
শুক্রবার জার্মানির দক্ষিণের এই শহরেই হতে যাচ্ছে মিউনিখ নিরাপত্তা সম্মেলন, যাতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অনেক বিশ্বনেতারই অংশ নেওয়ার কথা।
সম্মেলনস্থল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ভিড়ের মধ্য গাড়ি উঠে যাওয়ার ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে শহরটির পুলিশ। তারা ঘটনা নিয়ে আরও তথ্য জানাতে প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বানও জানিয়েছে।