ঘটনাস্থলে উদ্ধারকাজের জন্য বেশ কয়েকটি লাইফবোট, কোস্টগার্ডের হেলিকপ্টার ও বিমান এবং আগুন নেভানোর ক্ষমতাসম্পন্ন স্থানীয় কয়েকটি জাহাজ পাঠানো হয়েছে।
Published : 10 Mar 2025, 11:12 PM
ইংল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলবর্তী উত্তর সাগরে একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষে আগুন ধরে গেছে। সোমবারের এ দুর্ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছে।
যুক্তরাজ্যের ‘মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি’ জানায়, ঘটনাস্থলে বেশ কয়েকটি লাইফবোট, কোস্টগার্ডের উদ্ধারকারী হেলিকপ্টার ও বিমান এবং আগুন নেভানোর ক্ষমতাসম্পন্ন স্থানীয় কয়েকটি জাহাজ পাঠানো হয়েছে।
বিবিসি-তে ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, তেল ট্যাংকার এবং জাহাজ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। গ্রিমসবি বন্দরের প্রধান নির্বাহী ই মেইলে জানান, ৩২ জন আহতকে তীরে আনা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
তেলের ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ৪৯, ৭২৯ ডেডওয়েট টনেজ (ডিডব্লিউটি) ট্যাংকার ‘এমভি স্টেনা ইমাকুলেট’। অন্যদিকে পণ্যবাহী জাহাজটি ছিল পর্তুগালের পতাকাবাহী ৯, ৩২২ ডেডওয়েট টনেজ কন্টেইনার শিপ ‘সোলং’।
স্টেনা ইমাকুলেট ট্যাংকার পরিচালনা করে যুক্তরাষ্ট্রের ‘ক্রাউলি’ নামে এক সংস্থা। সেটি গ্রিস থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। আর ‘সোলং’ জাহাজটি স্কটল্যান্ডের গ্রেঞ্জমাউথ থেকে নেদারল্যান্ডসের রটারড্যামে যাচ্ছিল।
দুয়ের মধ্যে সংঘর্ষ হয় ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার উপকূলে। ক্রাউলি এক্সে জানিয়েছে, হাল এর কাছে উত্তর সাগরে স্টেনার সঙ্গে সোলং এর ধাক্কা লাগে। তবে বিস্ফোরণ ঘটার পরপরই স্টেনার ক্রুরা সবাই ট্যাংকার ছেড়ে যাওয়াতে সবাই নিরাপদে আছে।
ব্রিটিশ কোস্টগার্ড জানিয়েছে, এ সংঘর্ষের পর জাহাজদুটি থেকে সমুদ্রের পানি দূষিত হওয়ার সম্ভাবনা আছে। কোস্টগার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, কী ভাবে দূষণ ঠেকানো যায়, তা তারা মূল্যায়ন করে দেখছেন।