ইউক্রেইনের দুটি মানুষবিহীন সমুদ্রযান ক্রাইমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযোগকারী সেতুটিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে মস্কো।
Published : 17 Jul 2023, 01:43 PM
ক্রাইমিয়া সেতু ইউক্রেইনীয় সন্ত্রাসী ড্রোন হামলার লক্ষ্যস্থল হয়েছে বলে রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) অভিযোগ করেছে।
সোমবার এক বিবৃতিতে এনএকে বলেছে, ক্রাইমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযোগকারী সেতুটিতে স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে হামলা চালিয়েছে ইউক্রেইনীয় দুটি মানুষবিহীন সমুদ্রযান।
আইপ্রয়োগকারী বাহিনী ঘটনাটি তদন্ত করে দেখছে জানিয়ে তারা বলেছে, “এই সন্ত্রাসী হামলায় ক্রাইমিয়া সেতুর সড়ক অংশের ক্ষতি হয়েছে। দুইজন পূর্ণবয়স্ক নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছে।”
এনএকে এর বিবৃতি আসার আগে ইউক্রেইনের গণমাধ্যমগুলো এই হামলাকে ‘বিশেষ অভিযান’ বলে বর্ণনা করে জানায়, দেশটির নৌবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এটি পরিচালনা করেছে।
তবে ইউক্রেইনের কর্মকর্তারা এ ঘটনায় উল্লাস প্রকাশ করলেও প্রকাশ্যে এ হামলার দায় স্বীকার করার মতো কোনো মন্তব্য করা থেকে বিরত ছিলেন বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি।
ক্রাইমিয়া সেতুতে হামলার ঘটনায় হতাহতের বিষয়টি প্রথম জানান রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলের গভর্নর বিচেস্লাভ গ্লাদকভ; তিনি বলেন, যারা মারা গেছেন তারা তার অঞ্চলের এক দম্পতি আর তাদের মেয়েটি আহত হয়েছে।
এ হামলার পর রাশিয়ার কর্তৃপক্ষ সড়ক ও রেল, দুই সেতুতেই যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অবশ্য কয়েক ঘণ্টা পর রেল সেতুতে ট্রেন চলাচল ফের শুরু হয়। সেতুর এ অংশটিতে কোনো আঘাত লাগেনি।
এর আগেও ইউক্রেইন রাশিয়ার গুরুত্বপূর্ণ এই সেতুটিকে লক্ষ্যস্থল করেছিল।
গত সপ্তাহে ইউক্রেইনীয় বাহিনী সেতুটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, কিন্তু সেগুলো রাশিয়ার এয়ার ডিফেন্স ভেদ করে সেতু পর্যন্ত পৌঁছতে পারেনি বলে জানায় মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২০২২ সালের অক্টোবরে প্রাণঘাতী এক ট্রাক বোমা হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় এ হামলার জন্য ইউক্রেইনীয় গোয়েন্দা সংস্থাগুলোকে দায় দিয়েছিল মস্কো। হামলার প্রতিক্রিয়ায় মস্কো তখন ইউক্রেইনের সামরিক ও জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছিল।