তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে স্থানীয় বাসিন্দারা নদীটি থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করেন।
Published : 15 Sep 2024, 10:26 AM
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের এক নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকালে ৭০ জন কৃষক একটি কাঠের নৌকা নিয়ে নদী পাড়ি দিয়ে গুম্মি শহরের কাছে নিজেদের কৃষি জমিতে যাচ্ছিলেন, কিন্তু পথে নৌকাটি উল্টে যায়।
দ্রুত সবাইকে উদ্ধার করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের পাঠায়। তারা তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে পানি থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করেন।
এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে রয়টার্সকে বলেন, “গুম্মি স্থানীয় সরকারের এলাকায় এই নিয়ে দ্বিতীয়বার এ ধরনের দুর্ঘটনা ঘটল।”
তিনি জানান, আরও কাউকে জীবিত পাওয়া যেতে পারে এই আশায় উদ্ধারকারী দলগুলো তাদের তল্লাশি জোরদার করছে।
স্থানীয় পরম্পরাগত এই শাসক আরও জানান, ৯০০ জনেরও বেশি কৃষককে তাদের কৃষি জমিতে যেতে প্রতিদিন নদীটি পাড়ি দিতে হয়, কিন্তু তাদের জন্য আছে শুধু দুইটি নৌকা, তাই প্রায়ই নৌকাগুলো অতিরিক্ত যাত্রী নিয়েই নদী পার হয়।
জামফারা রাজ্য খনিজ সম্পদে সমৃদ্ধ। কিন্তু এসব সম্পদের দখল নিতে রাজ্যজুড়ে বিভিন্ন অপরাধী চক্র ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এখানে ভারি বৃষ্টি হওয়ার পর ব্যাপক বন্যা দেখা দেয়। দুই সপ্তাহ আগে বন্যার কারণে রাজ্যটির ১০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।