আফগানিস্তানে প্রায় ২০ বছর ধরে যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন বাহিনীর যুদ্ধাভিযানের মূল কেন্দ্র সেই বাগরাম বিমানঘাঁটি এবং সেখানকার কারাগার দখলে নেওয়ার দাবি করেছে তালেবান।
Published : 15 Aug 2021, 06:02 PM
সম্প্রতি আফগান কর্তৃপক্ষকে না জানিয়ে মার্কিন সেনারা গভীর রাতে রাজধানী কাবুলের উপকণ্ঠে অবস্থিত এই বাগরাম ঘাঁটি ছেড়ে চলে গিয়েছিল।
২০০১ সালের ডিসেম্বরে বাগরাম ঘাঁটিতে পদার্পন করেছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী। বাগরামকে বিশাল ঘাঁটি হিসেবে গড়ে তুলেছিল তারা।
এই ঘাঁটিতে ১০ হাজার সৈন্য ধারণের ক্ষমতা রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডনাল্ড ট্রাম্প এই বাগরাম ঘাঁটি পরিদর্শন করেছেন।
বাগরামে একটি কারাগারও আছে। মার্কিন সেনারা চলে যাওয়ার সময় এই কারাগারে ৫ হাজার তালেবান বন্দি ছিল বলে ধারণা করা হয়। বিবিসি জানায়, তালেবানের কয়েকটি সূত্র বলছে, তারা সব বন্দিকে মুক্তি দিয়ে দিয়েছে।
বাগরাম কারাগারকে কিউবায় যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে’ কারাগারের সঙ্গে তুলনা করা হত। যুক্তরাষ্ট্র বাগরাম কারাগার তৈরি করেছিল এবং তারাই এটি পরিচালনা করত। ২০১৩ সালে এটি আফগান সরকারের কাছে হস্তান্তর করা হয়।
গত তিন মাসে একের পর এক শহর দখল করে তালেবান যোদ্ধারা রোববার চারদিক থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকতে শুরু করার মধ্যে নগরীটির কাছের বাগরাম বিমানঘাঁটি দখলে নেওয়ার দাবি করল।
তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশের পর রক্তপাত এড়াতে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ ঘোষণা এসেছে সরকারের তরফ থেকে।