সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে নিহত ২৭, আহত ৫৩

কোরিওলেই শহরের কাছে মর্টারের অবিস্ফোরিত একটি গোলা নিয়ে শিশুরা খেলার সময় সেটির বিস্ফোরণ ঘটে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2023, 08:35 AM
Updated : 10 June 2023, 08:35 AM

সোমালিয়ার নিম্ন শাবেলে অঞ্চলে একটি মর্টারের গোলা বিস্ফোরণে বহু শিশুসহ প্রায় ২৭ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।

শুক্রবার অঞ্চলটির কোরিওলেই শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে খবর দেশটির রাষ্ট্রায়ত্তা বার্তা সংস্থার। 

এর আগে স্থানীয় বাসিন্দারা ও কর্মকর্তারা নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছিলেন।

কোরিওলেই জেলার উপ প্রশাসক আব্দি আহমেদ সাংবাদিকদের বলেছেন, “আজ (শুক্রবার) কোরিওলেই শহরের কাছে এই বিপর্যয় ঘটেছে। তারা মর্টারের অবিস্ফোরিত একটি গোলা নিয়ে খেলছিল, সেটি তাদের ওপর বিস্ফোরিত হয়। এই এলাকা থেকে মাইন ও গোলা পরিষ্কার করার জন্য আমরা সরকার ও ত্রাণ সংস্থাগুলোকে অনুরোধ করেছি।”  

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অবিস্ফোরিত এসব গোলা নিয়ে শিশুদের সঙ্গে খেলা হয়, সোমালিয়ার যুদ্ধরত পক্ষগুলো এগুলো ব্যবহার করেছিল।