ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, মানবিক ত্রাণের নিরাপদ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দুটি বিমান হামলা চালানো হয়েছে।
Published : 13 Dec 2024, 12:29 PM
ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার কেন্দ্রস্থলের একটি পোস্ট অফিসে আশ্রয় নেওয়া অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
নুসেইরাতে এই হামলা চালানো হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন রয়টার্সকে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
যুদ্ধে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য গাজা উপত্যকার আটটি ঐতিহাসিক শিবিরের মধ্যে নুসেইরাত অন্যতম।
এর আগে বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলে দুটি ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে কয়েকজন চিকিৎসক। হামাসের ভাষ্য, এদের কয়েকজন মানবিক ত্রাণ রক্ষার একটি বাহিনীর অংশ।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাস যোদ্ধারা মানবিক ত্রাণের চালান ছিনতাইয়ের চেষ্টা করছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, মানবিক ত্রাণের নিরাপদ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দুটি বিমান হামলা চালানো হয়েছে।
হামাস সদস্যরা গাজার বেসামরিক নাগরিকদের কাছে ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ ইসরায়েলের।
ইসরায়েলের দাবি, হামাস এর আগেও ত্রাণবাহী ট্রাক ছিনতাই করেছে।
হামাস জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ত্রাণবাহী ট্রাক রক্ষার দায়িত্বে নিয়োজিত অন্তত ৭০০ পুলিশ ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছে।
বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির কেন্দ্রস্থলের বেশ কয়েকটি জেলার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে বলেছে, তারা ওই এলাকা থেকে ছোড়া রকেটের পাল্টা জবাব দেবে।
মধ্য গাজা সিটিতে ইসরায়েলি হামলা
ফিলিস্তিনের চিকিৎসক ও ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির আল-জালা সড়কের একটি আবাসিক ভবন ও নুসেইরাতের পশ্চিমে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় ২২ জন নিহত হয়েছে।
গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে অক্টোবর থেকে সেনাবাহিনী কাজ করছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অর্থোপেডিক ডাক্তার সাঈদ জুদেহ আল-আওদা হাসপাতালে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনী তাকে গুলি করে হত্যা করে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত নিহত স্বাস্থ্যকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে।
এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থনে আরব মধ্যস্থতাকারী মিসর ও কাতারের কয়েক মাসের যুদ্ধবিরতি প্রচেষ্টা চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদ একটি তাত্ক্ষণিক স্থায়ী যুদ্ধবিরতি এবং ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে আটক এবং গাজায় হামাসের হাতে আটক সমস্ত জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবিতে সমর্থন জানিয়েছে।