গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ঝড়, প্রবল বৃষ্টি ও বন্যায় এক ডজনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
Published : 07 Apr 2025, 01:56 PM
যুক্তরাষ্ট্রের কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, তার অঙ্গরাজ্যে প্রাণঘাতী ঝড় ও বন্যায় দুইজনের মৃত্যু হয়েছে এবং ৫০০টিরও বেশি রাস্তা বন্ধ করে দিতে হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ঝড়, প্রবল বৃষ্টি ও বন্যায় এক ডজনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
রোববার সামাজিক মাধ্যমে এক্স এ বেশিয়ার লিখেছেন, “আমাদের অঙ্গরাজ্য কেন্টাকিতে রেকর্ড বন্যা হচ্ছে। ৫০০-রও বেশি রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। নদীগুলোর পানির স্তর বৃদ্ধি পাচ্ছে, তবে এখনও বিপদসীমার উপরে উঠেনি। আমাদের হাতে একদিনের মতো সময় আছে। ইতোমধ্যেই দুইজনকে হারিয়েছি আমরা।”
কেন্টাকির রাজধানী শহর ফ্রাঙ্কফোর্টের পুলিশ জাানিয়েছে, শুক্রবার ৯ বছর বয়সী এক বালক তার স্কুলের বাস যেখানে থামে সেদিকে যাওয়ার সময় হড়কা বানে ভেসে যায়, এতে তার মৃত্যু হয়।
বেশিয়ার জানান, ফ্রাঙ্কফোর্টের বহু বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। শহরে পানি সরবরাহ সীমিত হয়েছে। সোমবার অঙ্গরাজ্যের দপ্তরগুলো বন্ধ থাকবে।
গত সপ্তাহে টেক্সাস থেকে ওহাইও পর্যন্ত বিশাল একটি অঞ্চলের ওপর দিয়ে বসন্তকালীন ঝড় থেকে তৈরি হওয়া প্রাণঘাতী টর্নেডো ও বজ্রঝড় বয়ে যায় আর সেখানে বৃষ্টি ঘটায়।
টেনেসির স্বাস্থ্য বিভাগ জানায়, ওই সময় অঙ্গরাজ্যটিতে ১০ জনের মৃত্যু হয়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মিজৌরিতে তিনজন আর একজন করে মৃত্যু হয়েছে আরকানস, ইন্ডিয়াো ও মিসিসিপিতে।
স্বনির্ভর অলাভজনক সংস্থা ক্লাইমেট সেন্ট্রালের ভাষ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ভারি বৃষ্টি ও বন্যার ঝুঁকি তৈরি হচ্ছে।