Published : 01 Nov 2022, 03:52 PM
পল পেলোসি ওপর হামলাকারী গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে জিম্মি করার উদ্দেশ্য নিয়ে তার সানফ্রান্সিসকোর বাড়িতে অনুপ্রবেশ করেছিলেন।
পেলোসিকে জিম্মি করার পর তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সন্দেহভাজন ডেভিড ওয়েন ডেপাপে আর জিজ্ঞাসাবাদে পেলোসি মিথ্যা কিছু বললে তার হাঁটু ভেঙ্গে ফেলার পরিকল্পনা করেছিল; মার্কিন ফেডারেল কৌঁসুলিরা সোমবার ডেপাপের (৪২) বিরুদ্ধে হামলা চালানো ও অপহরণচেষ্টার যে ফৌজদারি অভিযোগ এনেছেন, তাতে তার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কিন্তু ন্যান্সি পেলোসিকে না পেয়ে তার ৮২ বছর বয়সী স্বামী পলকে হাতুরি দিয়ে বেধরক পেটায় হামলাকারী। ঘটনাস্থল থেকে ডেপাপেকে গ্রেপ্তার করার পর পলকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠায় পুলিশ। সোমবার পর্যন্ত পল হাসপাতালেই ছিলেন।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় স্থানীয় সময় শুক্রবার রাত প্রায় ২টার দিকে ডেপাপে সানফ্রান্সিকোর ওই বাড়িতে পেছনের দরজা দিয়ে অনুপ্রবেশ করেছিল।
সানফ্রান্সিসকোর সর্বোচ্চ আদালতে আলাদাভাবে ডেপাপের বিরুদ্ধে আরও যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে হত্যাচেষ্টা, প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা, সিঁধ কেটে অনুপ্রবেশ, বৃদ্ধকে মারধর এবং সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া উল্লেখযোগ্য বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্থানীয় জেলা সরকারি আইন কর্মকর্তা ব্রুক জেনকিনস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার লাইনে ভাইস প্রেসিডেন্টের পরেই থাকা স্পিকার পেলোসি (৮২) হামলার ঘটনার সময় রাজধানী ওয়াশিংটনে ছিলেন। তার স্বামী পল রিয়েল এস্টেট ও ভেঞ্চাল ক্যাপিটাল নির্বাহী। ডেপাপের হাতুরির আঘাতে মাথা ফেটে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে তার, পাশাপাশি হাতে ও ডান বাহুতেও আঘাত পেয়েছেন তিনি।
“সুস্থ হতে দীর্ঘ সময় লাগার কথা থাকলেও পলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে,” সোমবার এমনটাই বলেছেন স্পিকার পেলোসি।
আইন কর্মকর্তা জেনকিনস পেলোসির বাড়িতে হামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন।
এ হামলা যুক্তরাষ্ট্রের আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাট-রিপাবলিকান সহিংসতা উসকে দিতে পারে বলে আশঙ্কা ছড়িয়েছে।
মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে ৮ নভেম্বরের নির্বাচনে তা ঠিক হবে। উচ্চকক্ষ সেনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ দুটিই এখন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে।
শীর্ষ স্থানীয় ডেমোক্র্যাট নেতা হওয়ায় এবং দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম একটি উদারপন্থি শহরের প্রতিনিধিত্ব করা পেলোসি অনেকদিন ধরেই রিপাবলিকানদের সমালোচনার অন্যতম প্রধান লক্ষ্য।
গত বছরের জানুয়ারিতে রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একদল উন্মত্ত সমর্থক যেদিন মার্কিন ক্যাপিটলে হামলা চালিয়েছিল, সেদিন পেলোসির কার্যালয় তছনছ করা হয়েছিল। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির মাধ্যমে রিপাবলিকান প্রার্থীকে হারানো হয়েছে, ট্রাম্পের এমন উসকানিমূলক বক্তব্যের পর সেদিন তুমুল দাঙ্গার মধ্যে উন্মক সমর্থকদের অনেকে প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসিকে হন্যে হয়ে খুঁজেছিল।
ফৌজদারি অভিযোগের অংশ হিসেবে এফবিআই যে হলফনামা দিয়েছে তাতে বলা হয়েছে, পল পেলোসি ৯১১ তে ফোন দিয়ে তার বাড়িতে এক ব্যক্তির অনধিকার প্রবেশের কথা জানানোর পর পুলিশ পাঠানো হয়, তারাই ডেপাপেকে গ্রেপ্তার করে।
হলফনামায় বলা হয়েছে, সানফ্রান্সিসকোর পুলিশ বাড়ির শয়নকক্ষ ও সদরদরজার কাছের হলওয়ে থেকে হাত-পা বাঁধার জিপ টাই উদ্ধার করে। ডেপাপের ব্যাকপ্যাক থেকে মেলে এক বান্ডিল টেপ, দড়ি, দ্বিতীয় একটি হাতুড়ি, একজোড়া দস্তানা ও একটি জার্নাল। অনুপ্রবেশকারী বাসভবনের পেছনের দিকের একটি কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
হামলায় অচেতন হয়ে পড়া পল পেলোসি পরে পুলিশকে জানান, হাতুড়ি হাতে এক ব্যক্তি সন্তর্পণে তার দ্বিতীয় তলার শয়নকক্ষে প্রবেশ করে তাকে জাগায় এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চায়।
সেসময় তিনি ওই অনুপ্রবেশকারীকে বলেন, তার স্ত্রী কয়েকদিন বাড়ির বাইরে থাকবেন। এর জবাবে অনুপ্রবেশকারী বলেন, যতক্ষণ পেলোসি না ফিরছেন ততক্ষণ তিনি এ বাড়িতেই তার জন্য অপেক্ষা করবেন। এক পর্যায়ে পল হামলাকারীর হাত থেকে পালিয়ে বাথরুমে গিয়ে ৯১১ তে ফোন দেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের পর সন্দেহভাজন হামলাকারী পুলিশকে জানান, তার পরিকল্পনা ছিল ন্যান্সি পেলোসিকে জিজ্ঞাসাবাদের জন্য জিম্মি করা।
পেলোসি যদি ‘সত্যি কথা বলতেন’ তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো, আর ‘মিথ্যা বললে’ তার হাঁটু ভেঙে ফেলা হতো, হামলাকারী এমনটাই বলেছেন বলে এফবিআইয়ের হলফনামায় বলা হয়েছে।
ফেডারেল আদালতে আনা অভিযোগগুলোতে দোষী সাব্যস্ত হলে ডেপাপের সর্বোচ্চ ৫০ বছরের কারাদণ্ড হতে পারে। অন্য অভিযোগগুলোতে তার সাজা হতে পারে সর্বোচ্চ ১৩ বছরের কারাদণ্ড, বলেছেন জেনকিনস।
আরও পড়ুন: