ভারতের বাবাসাহেব আম্বেডকরকে অবমাননা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে পার্লামেন্টে বিজেপি ও বিরোধীদলীয় এমপি’দের মধ্যে এই সংঘর্ষ হয়।
Published : 19 Dec 2024, 07:32 PM
ভারতের পার্লামেন্টে লোকসভার মকর দরজায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে বিরোধীদল কংগ্রেস সদস্যদের বাকবিতণ্ডা হাতাহাতির পর্যায়ে পৌঁছেছে। বিজেপি এই হাতাহাতিতে তাদের দুজন সংসদ সদস্য আহত হওয়ার অভিযোগ করে।
বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী অভিযোগ করে বলেন, তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্বয়ং। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ষড়ঙ্গী এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুতকে মারাত্মকভাবে জখম করেছেন রাহুল।
তবে রাহুল এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি যখন সংসদের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, তখন কিছু বিজেপি সাংসদ আমাকে ঢুকতে বাধা দেন। তারা আমাকে ধাক্কা দিতে থাকেন। আমার সঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গেকেও ঢুকতে বাধা দেওয়া হয়। এর ফলে ধাক্কাধাক্কির একটা পরিস্থিতি তৈরি হয়।”
খাড়গেও বলেছেন, বিজেপি এম’পি রা তাকে ধাক্কা দিয়েছেন। এতে তিনি মাটিতে পড়ে যান।
এনডিটিভি জানায়, ভারতের সাবেক মন্ত্রী ও সংবিধানের প্রধান স্থপতি হিসাবে বিবেচিত বি আর আম্বেডকরকে অবমাননা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে দুই পক্ষের এমপি’দের মধ্যে এইু তুলকালাম কাণ্ড হয়।
ভারতের নতুন সংসদ ভবনের ছয়টি প্রবেশদ্বারের মধ্যে ‘মকর’ দ্বারে ঘটে সংঘর্ষ।
গত মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে এক ভাষণে অমিত শাহ আম্বেডকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বসেন। তিনি বলেছিলেন, এখন নতুন একটা প্রবণতা দেখা যাচ্ছে। সব বিষয়েই বার বার আম্বেডকর, আম্বেডকর করা হচ্ছে। এতবার সৃষ্টিকর্তার নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হত।
শাহের এই মন্তব্যের পর থেকেই আম্বেডকর অবমাননার অভিযোগ তুলে তার বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদলগুলো। বৃহস্পতিবারও অমিত শাহের সেই মন্তব্যকে ঘিরে বিক্ষোভ শুরু হয় পার্লামেন্টে। আর তা থেকেই ঘটে ধস্তাধস্তির ঘটনা।