১০৪ জন ভারতীয়র মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশ এবং গুজরাট রাজ্যেরও অনেকে রয়েছেন।
Published : 05 Feb 2025, 09:40 PM
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘অবৈধ অভিবাসী হঠাও’ অভিযানের কোপে পড়েছে ভারতীয়রাও। ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে একটি ফ্লাইটে করে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।
‘বিতাড়িত’ সেই ভারতীয়দের নিয়ে ভারতের পাঞ্জাব রাজ্যে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সি-১৭ বিমান।
বুধবার দুপুরে মার্কিন এই সেনা বিমান অমৃতসরে নেমেছে। এর আগের দিন টেক্সাসের সান অ্যান্টনিও থেকে বিমানটি ভারতের পথে রওনা হয়েছিল।
বিবিসি জানায়, ১০৪ জন ভারতীয়র মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশ এবং গুজরাট রাজ্যেরও অনেকে রয়েছেন। তাদের মধ্যে আছেন অনেক নারী ও শিশুও।
অভিযোগ আছে, এই ভারতীয়রা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন এবং পরে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন। কিন্তু মার্কিন অভিবাসন আদালত তাদের আবেদন খারিজ করে। এরপরও অনেকেই বেআইনি ভাবে যুক্তরাষ্ট্রে বাস করছিলেন; যা বেআইনি।
পাঞ্জাব কর্তৃপক্ষ বলেছে, এই ভারতীয়দের গ্রহণ করতে বিশেষ কাউন্টার খোলা হয়েছে। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং বন্ধুসুলভ আচরণ করা হচ্ছে।
ফিরে আসা ভারতীয়দের মধ্যে যারা পাঞ্জাবের বাসিন্দা তাদের সবরকম সহায়তা করার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। তবে তার আগে সবার নথিপত্র খতিয়ে দেখা হবে। তাদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা আছে কি না তাও খতিয়ে দেখে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ভারতীয়দের জন্য দেশের দরজা সবসময় খোলা। ভারত চায় যে কোনও দেশেই ভারতীয়রা বৈধভাবে থাকুক। যদি কোথাও ভারতীয়রা অবৈধভাবে আছেন বলে খবর পাওয়া যায়, তাহলে ভারত তাদের ফিরিয়ে নিতে সবসময়ই প্রস্তুত।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে থাকা অন্তত ১৮ হাজার ভারতীয়কে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন, যারা অবৈধভাবে দেশটিতে ঢুকেছে।
ভারতীয়দেরকে দেশে ফেরত পাঠানোর ঘটনা অবশ্য এবারই নতুন নয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরেও ১ হাজারের বেশি ভারতীয়কে ভাড়া করা ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে অক্টোবরেও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকার কারণে ১শ’র বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়। সেইসব ভারতীয়দের বেশির ভাগই ছিল পাঞ্জাবের।
ৎভারতের পাঞ্জাব এবং হরিয়ানা থেকেই মূলত বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। এদিক থেকে অন্যান্য রাজ্যের মধ্যে আছে গুজরাট।