আগামী ১ জুন কেজরিওয়ালের জামিনের মেয়াদ শেষ হচ্ছে এবং শর্ত অনুযায়ী, ২ জুন কারা কর্তৃপক্ষের কাছে গিয়ে তাকে আত্মসমর্পণ করতে হবে।
Published : 29 May 2024, 02:35 PM
দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল তার জামিনের মেয়াদ সাত দিন বাড়ানোর যে আবেদন সুপ্রিম কোর্টে করেছিলেন তা নিয়ে শুনানি করতে রাজি নয় ভারতের শীর্ষ আদালত।
যেহেতু কেজরিওয়ালকে নিম্ন আদালতে জামিনের আবেদন করার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে তাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বুধবার তার মামলাটি তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানায় বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশ পেয়েছে।
একটি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। তারপর থেকে তিনি কারাগারেই ছিলেন এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
গত ১৯ এপ্রিল থেকে ভারতে লোকসভা নির্বাচনে সাত দফায় ভোটগ্রহণ শুরু হয়। কেজরিওয়াল এবং তার দল এএপি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে তৈরি ‘ইন্ডিয়া’ জোটের অংশ। দল ও জোটের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে সুপ্রিম কোর্টে কাছে জামিন আবেদন করেন এই নেতা।
তার জামিন আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট গত ১০ মে তাকে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। আগামী ১ জুন সেই জামিনের মেয়াদ শেষ হচ্ছে এবং শর্ত অনুযায়ী, ২ জুন কারা কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
এনডিটিভি জানায়, কেজরিওয়াল ভোটের ফলাফল ঘোষণা করার সময় কারাগারের বাইরে থাকতে চাইছেন।
যে জন্য গত সোমবার তিনি জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য নতুন করে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন। জামিন আবেদনে তিনি তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, এজন্য তার কিছু স্বাস্থ্যগত পরীক্ষার প্রয়োজন রয়েছে। তাই তার জামিনের মেয়াদ যেন আরও সাত দিন বৃদ্ধি করা হয়। আবেদনে দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন তিনি।
কলকাতার দৈনিক আনন্দবাজার জানায়, মঙ্গলবার কেজরিওয়ালের সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। তারা জানিয়েছিলেন, প্রধান বিচারপতিই এই আবেদনটি তালিকাভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার স্পষ্ট জানিয়ে দেন, এই মামলা তালিকাভুক্ত করা হবে না।
জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
আবগারি দুর্নীতি: দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৭ দিনের রিমান্ডে