Published : 14 Jun 2023, 07:00 PM
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি মাছ ধরা নৌকা ডুবে অন্তত ৫৯ জন পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে আরও ১০০ জনের বেশি মানুষকে।
গ্রিসে এবছর এটিই সবচেয়ে প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা বলে জানিয়েছে বিবিসি। পাইলোস এলাকার প্রায় ৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকাটি ডুবে যায়।
তবে গ্রিক কর্মকর্তারা এবং আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম) বলেছে, নৌকাটিতে কয়েকশ’ মানুষ থেকে থাকতে পারে।
গ্রিসের উপকূলরক্ষীরা বলেছে,মঙ্গলবার দিনশেষে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি দেখা যায় ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান থেকে।
নৌকাটিতে থাকা যাত্রীদের কেউই লাইফ জ্যাকেট পরা ছিল না এবং কোনও সাহায্য নিতেও অস্বীকৃতি জানিয়েছে।
কিন্তু এর কয়েকঘণ্টা পরই নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এরপরই শুরু হয় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা। কিন্তু জোর বাতাসের কারণে উদ্ধারকাজ চালানো কঠিন হচেছ।
নৌকাটি লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল বলে খবর পাওয়া গেছে। যাত্রীদের বেশিরভাগেরই বয়স ছিল ২০ এর কোঠায়।
অভিবাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, নৌকাটিতে কয়েকশ মানুষ ছিল। আরও অনেক মানুষ নিখোঁজ হয়েছে বলে আমরা আশঙ্কা করছি।
আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম) এক টুইটে বলেছে, আরও মানুষের মৃত্যু হয়েছে বলে তারা আশঙ্কা করছে। প্রাথমিক খবরে নৌকাটিতে ৪শ মানুষ ছিল বলে ধারণা পাওয়া গেছে।