সব ধরনের জনসমাগম স্থল এমনকি রাস্তাতেও ধূমপান নিষিদ্ধ হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে ৪১ থেকে ২৪৯ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
Published : 02 Jan 2025, 08:22 PM
ইতালির ফ্যাশন ও অর্থনীতির কেন্দ্র মিলানে নতুন বছরের ১ জানুয়ারি মধ্যরাত থেকেই সব ধরনের জনসমাগম স্থল এমনকি রাস্তাতেও ধূমপান নিষিদ্ধ হয়েছে। এর ফলে কেউ প্রকাশ্যে ধূমপান করলে তার ৪১ থেকে ২৪৯ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
ইতালিতে ধূমপানের ওপরই এটিই সবচেয়ে কড়া নিষেধাজ্ঞা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে, ইতালির জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশই ধূমপান করে। ঘরের বাইরে ধূমপান নিষিদ্ধ করার কর্তৃপক্ষের সিদ্ধান্তকে অধিবাসীদের অনেকেই ভালভাবে নেননি।
এক অধিবাসী বলেন, “আমি মনে করি এই পদক্ষেপ বাড়াবাড়ি। বদ্ধ কোনও জায়গায় ধূমপান না করার কথা বলা হলে সেটা ঠিক আছে, কারণ, সেরকম জায়গায় কেউ ধূমপানের কারণে বিরক্ত হতে পারে কিংবা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে। কিন্তু রাস্তাঘাটের মতো খোলা জায়গার কথা যদি বলা হয়, তাহলে সেখানে একজনের সিগারেট খাওয়ার ওপর কড়াকড়ি থাকার দরকার কী?”
তবে অনেকে আবার নতুন নিয়মে একমত পোষণ করেছেন। এই নিয়মে নিষেধাজ্ঞার আওতায় জনসমাগমপূর্ণ স্থান বলতে রাস্তা, পার্ক এবং অন্যান্য জনসমাগম এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেউ ধূমপান করতে চাইলে তাকে নির্জন কোনও স্থান বেছে নিতে হবে। ধূমপানকারীর চারপাশে কমপক্ষে ১০ মিটারের মধ্যে অন্য কেউ থাকবে না- এমন স্থানেই কেবল ধূমপানের অনুমতি দেওয়া হয়েছে নতুন নিয়মে। তবে ই-সিগারেট বা ভেপিং এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়নি।
সিএনএন জানায়, মূলত বায়ুদূষণ কমানো, জনস্বাস্থ্য রক্ষা এবং জনসমাগম এলাকায় পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে মানুষের সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়েই ধূমপানে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। মিলান ও এর আশপাশে মোট বায়ূ দূষণের ৭ শতাংশই ঘটে থাকে ধূমপানের কারণে।
মিলানের সিটি কাউন্সিল ২০২০ সালে বায়ুর মান অধ্যাদেশ পাস করে ধূমপানের ওপর আরও বেশিমাত্রায় কঠোর নিষেধাজ্ঞা চাপানোর আহ্বান জানিয়েছিল। এর পরই মিলানে ২০২১ সালে প্রথম ধাপে খেলার মাঠ, বাসস্টপ এবং খেলাধুলার স্থানগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল।
এবার দ্বিতীয় ধাপে খোলা জায়গায় প্রকাশ্যে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ হল। এ বিষয়ে পাবলিক বিজনেস ফেডারেশন ফিপ কনফমার্সিওয়ের সভাপতি লিনো স্টোপ্পানি সিএনএন-কে বলেন, এই নিষেধাজ্ঞা প্রতীকী এবং এর বাস্তবায়ন কঠিন হবে। কারণ, ব্যবসা মালিকরা এই আইন প্রয়োগে বাধ্য নয়।