তিন ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
Published : 22 Oct 2023, 03:40 AM
মিশরে সুয়েজ খালের তীরবর্তী শহর ইসমাইলিয়ায় পুলিশের একটি দপ্তরে বড় ধরনের অগ্নিকাণ্ডে অন্তত ২৫ আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ভোররাতে স্থানীয় পুলিশের ওই দপ্তরে আগুন লাগে। দমকলকর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
দুইজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের হিমশিম খেতে হয়। তিন ঘণ্টার বেশি সময় পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে মিশরের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।
দেশটির অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক হিসাবে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আগুনে ভবনটির একটি অংশ ধসে পড়েছে বলে সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)