সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চের সঙ্গে স্কুলটির সম্পৃক্ততার কারণে এ হামলা হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা।
Published : 05 Dec 2024, 05:51 PM
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি খ্রিষ্টান মিশনারী স্কুলে বন্দুকধারীর গুলিতে ৫ ও ৬ বছর বয়সী দুই শিশু আহত হয়েছে। হামলাকারী পরে আত্মহত্যা করেন।
সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চের সঙ্গে স্কুলটির সম্পৃক্ততার কারণে এ হামলা হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা।
এক সংবাদ সম্মেলনে বুটে কাউন্টি শেরিফ কোরি হোনিয়া বলেন, আহত দুই শিক্ষার্থীর অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় দুপুর ১টার কিছু পরে স্যাক্রামেন্টো থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে ক্যালিফোর্নিয়ার ওরোভিলের কাছে ফেদার রিভার স্কুল অফ সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্টসে এই ঘটনা ঘটে।
হোনিয়া জানান, ঘটনার আগে বন্দুকধারী ওই স্কুলের প্রশাসকের সঙ্গে এক শিক্ষার্থীকে ভর্তি করানোর বিষয়ে আলোচনা করেন।
কিন্তু আলচনার পরপরই বন্দুকধারী একটি শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালান, এরপর নিজেকে গুলি করেন বলে জানিয়েছেন, হোনিয়া।
রয়টার্স জানিয়েছে, স্কুল থেকে প্রশাসনকে জানানো হলে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের একজন কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন্দুকধারীকে মৃত অবস্থায় দেখতে পান।
পরবর্তীতে স্কুলের কর্মকর্তারা বাকি ৩৫ জন শিক্ষার্থীকে দ্রুত তাদের পরিবারের কাছে স্থানান্তর করে দেয়।
হোনিয়া বলেন, “আমরা এমন কিছু তথ্য পেয়েছি যা থেকে আমাদের মনে হচ্ছে, স্কুলটির সঙ্গে সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চের সঙ্গে সম্পৃক্ততার কারণে হামলাকারী এই স্কুলকে নিশানা করেছে।”
হোনিয়া বলেন, স্থানীয় কর্মকর্তারা গির্জার সাথে সম্পৃক্ত অন্যান্য স্কুলগুলোকে সতর্ক করার জন্য রাজ্যব্যাপী সতর্ক বার্তা পাঠিয়েছেন।