চুক্তিতে হওয়া সমঝোতা অনুযায়ী, সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের এসডিএফ নিয়ন্ত্রিত বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের সঙ্গে একীভূত হবে।
Published : 11 Mar 2025, 11:32 AM
সিরিয়ার নতুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যোগ দেওয়ার জন্য দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে চুক্তি করেছে কুর্দি নেতৃত্বাধীন ও যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) ।
সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, সোমবার রাজধানী দামেস্কে এই চুক্তি স্বাক্ষর হয়েছে।
গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, দামেস্কে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও এসডিএফ কমান্ডার মজলুম আবদি করমর্দন করছেন।
সিরিয়ার তেল সমৃদ্ধ উত্তরপূর্বাঞ্চলের অধিকাংশ এলাকা এসডিএফের নিয়ন্ত্রণে আছে। চুক্তিতে হওয়া সমঝোতা অনুযায়ী, ওই অঞ্চলের এসডিএফ নিয়ন্ত্রিত বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের সঙ্গে একীভূত হবে।
সিরিয়ার পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু আলউইত সম্প্রদায়ের সদস্যদের নির্বিচার হত্যার কারণে সৃষ্ট এক সঙ্কটময় মুহূর্তে এই চুক্তিটি হল। ওই সহিংসতার কারণে ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়াকে ঐক্যবদ্ধ করার তার প্রচেষ্টা হুমকির মুখে পড়েছে বলে শারা মন্তব্য করেছেন।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আলাউইত সম্প্রদায়ের লোক। ডিসেম্বরে শারার নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী আসাদকে ক্ষমতাচ্যুত করে। ক্ষমতা হারানোর পর আসাদ তার দীর্ঘদিনের মিত্র রাশিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছেন।
সোমবার স্বাক্ষর হওয়া চুক্তিটিতে জানানো হয়েছে, এসডিএফের নিয়ন্ত্রণে থাকা সীমান্ত ক্রসিং, একটি বিমানবন্দর এবং সিরিয়ার পূর্বাঞ্চলের তেল ও গ্যাস ক্ষেত্রগুলো দামেস্ক প্রশাসনের অংশ হবে।
চুক্তি স্বাক্ষরের পর প্রথম আনুষ্ঠানিক মন্তব্যে সামাজিক মাধ্যম এক্স এ করা পোস্টে আবদি বলেন, “চুক্তিটি একটি নতুন সিরিয়া গড়ে তোলার সত্যিকার সুযোগ সৃষ্টি করেছে।”
তিনি জানান, এসডিএফ ‘খুব সঙ্কটজনক এক সময়ে’ ক্রান্তিকালীন পর্যায় নিশ্চিত করার জন্য সিরীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে যা ন্যায় ও স্থিতিশীলতার জন্য সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।
চলতি বছরের মধ্যে চুক্তিটি বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। কিন্তু এসডিএফের সামরিক অভিযানগুলো কীভাবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে চুক্তিতে তা নির্দিষ্ট করা হয়নি। আলোচনায় এই বিষয়টি নিয়ে এখনও কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
এসডিএফ আসাদ সরকারের অবশিষ্টাংশের সঙ্গে লড়াই চালিয়ে যাবে বলে চুক্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে দশকব্যাপী লড়াইয়ে এসডিএফকে সহায়তা করছে মার্কিন বাহিনী। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হঠাৎ করে সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করে নিলে এই চুক্তি সম্ভাব্য ঝুঁকি থেকে এসডিএফকে রক্ষা করবে বলে ধারণা বিশ্লেষকদের।
আবদি চান, এসডিএফ সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি ব্লক হিসেবে যোগ দেবে। কিন্তু অন্তর্বর্তী সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এসডিএফ অনেক বছর ধরে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত সিরীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে আসছে। আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই লড়াই আরও তীব্র হয়েছে।
এসডিএফের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের এই চুক্তি নিয়ে উত্তরের প্রতিবেশী তুরস্ক কোনো মন্তব্য করেনি। তুরস্ক শারার ঘনিষ্ঠ মিত্র।