দুই ডজন জর্ডানি ট্রাক চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
Published : 09 Sep 2024, 10:19 AM
জর্ডান ও অধিকৃত পশ্চিম তীরের সীমান্ত পয়েন্টে তিন ইসরায়েলিকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী।
মাহের জাজি নামের ওই বন্দুকধারীকে জর্ডানের নাগরিক বলে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েল বলছে, জাজি জর্ডানের দিক থেকে একটি ট্রাকে করে অ্যালেনবি ব্রিজ ক্রসিংয়ের দিকে আসার পর সেখান থেকে বের হয়ে গুলি চালাতে শুরু করেন।
আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাকর্মীরা বন্দুকধারীকে হত্যা করে এবং বিস্ফোরক থাকতে পারে সন্দেহে ট্রাকে তল্লাশি চালানো হয়।
এ ঘটনার তদন্ত করার কথা বলেছে জর্ডান। ঘটনাস্থলটি ইসরায়েল নিয়ন্ত্রিত একটি এলাকা, যেখানে পশ্চিম তীরের পণ্য খালাস করে জর্ডান। বর্তমানে উভয় দিক থেকে ওই সীমান্ত পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমে নিহতদের নাম জানানো হয়েছে। তারা হলেন-ইয়োহানান শোরি (৬১), ইউরি বিরনবাউম (৬৫) ও আদ্রিয়ান মার্সেলো পোডজামজার।
ওই তিন ব্যক্তি সীমান্ত ক্রসিংয়ের নিরাপত্তারক্ষী ছিলেন বলে জানা গেছে, তবে তারা সামরিক বা পুলিশ ছিলেন না।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান নিউজ জানিয়েছে, ৩৯ বছর বয়সী জাজি পেশায় ট্রাক চালক ছিলেন।
ভিডিওতে দেখা গেছে, হামলাকারী টার্মিনালের দিকে হেঁটে যায় এবং গুলিবিদ্ধ হওয়ার আগে নিজের অস্ত্র থেকে তিনবার গুলি ছোড়ে।
জর্ডান সীমান্তের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পণ্য খালাসের এলাকা থেকে অন্তত দুই ডজন জর্ডানি ট্রাক চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এ ঘটনার পর জর্ডানের সঙ্গে ইসরায়েলের সব স্থল ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
আলেনবি সেতু ক্রসিংটি কিং হুসেইন সেতু নামেও পরিচিত, যেটি আম্মান ও জেরুজালেমের প্রায় মাঝামাঝি অবস্থিত। পশ্চিম তীর ও জর্ডানের মধ্যে এটিই একমাত্র আনুষ্ঠানিক ক্রসিং পয়েন্ট এবং পশ্চিম তীরে প্রবেশের একমাত্র পথ যা ইসরায়েলের ভেতর দিয়ে নয়।
বিবিসি লিখেছে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের পদক্ষেপ নিয়ে জর্ডান সমালোচনা করলেও ইহুদি রাষ্ট্রটির সঙ্গে নিরাপত্তা, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।
পশ্চিম তীর ও ইসরায়েলের বাজারে পণ্য সরবরাহ করতে প্রতিদিন কয়েক ডজন ট্রাক জর্ডান থেকে যাতায়াত করে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এটি একটি ‘কঠিন দিন'।
তিনি বলেন, “অ্যালেনবি ব্রিজে ঠাণ্ডা মাথায় আমাদের তিন নাগরিককে হত্যা করেছে একজন ঘৃণ্য সন্ত্রাসী।”
হামাস কর্মকর্তারা এ হামলার দায় না নিলেও এই ঘটনাকে গাজা যুদ্ধের ‘স্বাভাবিক জবাব' বলে বর্ণনা করেছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে যে গাজা যুদ্ধ শুরু হয়েছে, তাতে কেবল পশ্চিম তীরে ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একই সময়ে সেখানে অন্তত ১৮ ইসরায়েলি নিহতের তথ্য উঠে এসেছে জাতিসংঘের পরিসংখ্যানে।
বিবিসি লিখেছে, পশ্চিম তীরের জেনিন শহর ও শরণার্থী শিবিরে ৯ দিনের বড় ধরনের অভিযান শেষে ইসরায়েলি বাহিনী সরেছে গত সপ্তাহেই। এলাকাটি হামাসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে প্রায় ৬০ হাজার বেসামরিক মানুষ থাকে।
ইসরায়েল বলছে, ইসরায়েল ও পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনিদের প্রাণঘাতী হামলা ঠেকাতে এবং সন্ত্রাসবাদ মোকাবেলার চেষ্টা করছে।