Published : 28 Jan 2024, 04:35 PM
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকে গুরুত্ব পেয়েছে সমরাস্ত্র সহযোগিতা, ইউক্রেইন যুদ্ধ এবং উত্তর কোরিয়ার স্যাটেলাইট কর্মসূচি।
বুধবার রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ভস্তোচনি কসমোড্রোমে বৈঠক করেন দুই নেতা। নিজের সাজোয়াঁ ট্রেনে চেপে সেখানে যান কিম।
এমন একটি সময়ে এই দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করলেন, যখন তাদের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।
বুধবারের বৈঠক শেষে পুতিন জানান, তারা সামরিক সহযোগিতার ‘সম্ভাব্যতা’ নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে তিনি পিয়ংইয়ংকে তাদের স্যাটেলাইট কর্মসূচির উন্নয়নে সহযোগিতা করার ইঙ্গিত দিয়েছেন।
যদি মস্কো সত্যিই পিয়ংইয়ংকে এ ব্যাপারে সহযোগিতা করে তবে তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনের লঙ্ঘন হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইউক্রেইন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে চায়।
কিম তার দেশ ভ্রমণের জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় বাকি বিশ্বের রাষ্ট্রনায়কদের সফরের ঘটনা বিরল।
সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)