রাজধানীতে প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম আয়োজিত এক জনসভায় যোগ দেওয়ার পর তারা নিজ এলাকায় ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে।
Published : 11 Mar 2025, 12:52 PM
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে ১১ যাত্রী নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় সকালে ওক্সাকা রাজ্যের ছোট শহর সান্তো দোমিঙ্গো নারোর কাছে ঘটনাটি ঘটেছে।
এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে।
ওক্সাকা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যেশাস রোমেরো জানিয়েছেন, বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিল, সেটি দক্ষিণাঞ্চলীয় আরেক রাজ্য তেহুয়ানতেপেকের ইসথমাস শহরের দিকে যাচ্ছিল।
রোববার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম আয়োজিত এক জনসভায় যোগ দেওয়ার পর তারা নিজ এলাকায় ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের জন্য শোক ও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ওক্সাকার গভর্নর সলোমন জারা।