মস্কোর মেয়র জানিয়েছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কোর দিকে উড়ে যেতে থাকা ৩২টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।
Published : 10 Nov 2024, 04:14 PM
ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে কিইভ। এ হামলার কারণে মস্কোর তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরমুখি ফ্লাইটগুলোকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং অন্তত একজন আহত হয়েছেন।
মস্কোর মেয়র সের্গেই সাবিয়ানিয়ান জানিয়েছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রোববার মস্কোর দিকে উড়ে যেতে থাকা ৩২টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।
মস্কো অঞ্চলের রাইমেনস্কয়া ও কোলোমেনস্কি জেলা এবং দোমাজিয়েদোভা শহরের উপরে শত্রুর এসব ড্রোনকে বাধা দেওয়া হয় বলে জানান তিনি। মস্কোর অন্যতম বড় বিমানবন্দর দোমাজিয়েদোভা শহরে অবস্থিত।
সাবিয়ানিয়ান বলেন, “মস্কোর দিকে উড়ে আসা ৩২টি ড্রোন ধ্বংস করা হয়েছে।”
তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার ফেডারেল বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, দোমাজিয়েদোভা, শেরিমিতিয়েভা ও জুকোভা বিমানবন্দরমুখি ফ্লাইটগুলোকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এ হামলায় অন্তত একজন আহত হয়েছেন।
রাশিয়ার বিমান পরিবহন ওয়াচডগ রোসিভিয়াৎসে জানিয়েছে, তারপর থেকে বিমানবন্দরগুলোর কার্যক্রম আবার শুরু হয়েছে।
রয়টার্স জানিয়েছে, মস্কো ও এর আশপাশের এলাকাগুলোর বাসিন্দা অন্তত দুই কোটি ১০ লাখ। এই অঞ্চলটি তুরস্কের ইস্তাম্বুলের পাশাপাশি ইউরোপের বৃহত্তম মেট্রোপলিটন এলাকারগুলোর মধ্যে একটি।
রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে, বহু ড্রোন দিগন্তের দিক থেকে এগিয়ে আসছে।
একইদিন রাশিয়ার অন্য কয়েক অঞ্চলেরও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেইনে প্রায় আড়াই বছরে ধরে চলা যুদ্ধ এর চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করছে বলে মনে করছেন কিছু কর্মর্কর্তা। গত কিছু দিন ধরে রাশিয়ার বাহিনীগুলো সবচেয়ে তীব্র গতিতে সামনে এগিয়ে গেছে। এই সময়ে ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
জানুয়ারিতে শপথ নিতে যাওয়া ট্রাম্প নির্বাচনি প্রচারকালে বলেছিলেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেইনে শান্তি ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু তিনি কীভাবে এটি করবেন সে বিষয়ে তেমন কিছু বলেননি।