হামলাকারী ২৩ বছরের এক যুবক। সে যাদের হতাহত করেছে তাদের কাউকে চিনতো কি না, তা পরিষ্কার হয়নি।
Published : 16 Feb 2025, 03:30 PM
অস্ট্রিয়ার মধ্যাঞ্চলীয় শহর ফিলায় এক সিরীয় শরণার্থীর ছুরি হামলায় ১৪ বছরের এক কিশোর নিহত আরও চারজন আহত হয়েছেন।
এই সিরীয় শনিবার ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালান। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য ক্যারেন্থিয়ার পুলিশের মুখপাত্র রাইনা ডিওনিজিও জানিয়েছেন, হামলাকারী ২৩ বছর বয়সী এক যুবক, সে যাদের হতাহত করেছে তাদের কাউকে চিনতো কি না, তা পরিষ্কার হয়নি।
আহত চারজনের বয়স ১৪ থেকে ৩২ বছরের মধ্যে বলে জানিয়েছেন তিনি।
দেশটির রাষ্ট্রায়ত্তা গণমাধ্যম ওআরএফকে ডিওনিজিও বলেছেন, “আমি (ক্যারেন্থিয়া পুলিশের) প্রেস সার্ভিসে ২০ বছর ধরে চাকরি করছি, কখনো এরকম কিছু ঘটেছে বলে মনে করতে পারছি না।”
তিনি জানান, এক ব্যক্তি যাকে অষ্ট্রিয়ার গণমাধ্যম সিরীয় খাবার সরবরাহকারী গাড়ির চালক হিসেবে বর্ণনা করেছে, তার গাড়ি নিয়ে ওই হামলাকারীকে বাধা দেন, ফলে আরও মানুষ আহত হওয়া থেকে বেঁচে যায়।
অস্ট্রিয়ায় চরম ডানপন্থি ফ্রিডম পার্টির রাজনৈতিক উত্থানের সময়টিতে এ হামলার ঘটনাটি ঘটল। অবৈধ অভিবাসী বিরোধী দলটি সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। দলটি সিরিয়া ও আফগানিস্তানের মতো দেশগুলো থেকে আসা শরণার্থীদের আরও বেশি করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।
তবে বুধবার ফ্রিডম পার্টি একটি জোট সরকার গঠন করতে চাইলেও ব্যর্থ হয়েছে। দলটি ফিলার হামলার ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
ফ্রিডম পার্টির নেতা হারবার্ট কিকল এক বিবৃতিতে বলেছেন, “আশ্রয়ের বিরুদ্ধে আমাদের কঠোর দমন চালানো দরকার আর ফিলার মতো এ ধরনের ঘটনার মতো পরিস্থিতি আমদানি করতে দেওয়া যায় না।”