হামাসের সামরিক অবকাঠামোতে ইসরায়েল হামলা চালানো যে দাবি করেছে তা নিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি কোনো মন্তব্য করেনি।
Published : 22 Jun 2024, 10:06 PM
ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলীয় গাজা শহরের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন।
শনিবার তারা নিহত হয়েছেন বলে হামাস শাসিত গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে।
শুক্রবার গাজাজুড়ে ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়। এ দিন নিহতদের অধিকাংশই ছিল দক্ষিণাঞ্চলীয় শহর রাফার বাসিন্দা। কিন্তু পরদিন নিহত ৪২ জনের সবাই উত্তরের গাজা শহরের বাসিন্দা।
গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা রয়টার্সকে জানান, গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের অন্যতম আল-শাতির একট বাড়িতে ইসরায়েলের হামলায় ২৪ জন নিহত হয়েছেন আর আল-তুফায় আরেকটি বাড়িতে হামলায় আরও ১৮ জন নিহত হয়।
এসব হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলে, “কিছুক্ষণ আগে, আইডিএফের (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) যুদ্ধবিমানগুলো গাজা সিটির এলাকার মধ্যে হামাসের দু’টি সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে।”
শিগগিরই আরও বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।
তাদের সামরিক অবকাঠামোতে ইসরায়েল হামলা চালানো যে দাবি করেছে তা নিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস কোনো মন্তব্য করেনি। এক বিবৃতিতে তারা বলেছে, বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে।
বিবৃতিতে তারা বলেছে, “দখলদার ও তাদের নাৎসি নেতাদের আমাদের লোকজনের অধিকার ক্ষুন্ন করার মূল্য দিতে হবে।”
রয়টার্স জানিয়েছে, তাদের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোর মধ্যে হতাহতদের খোঁজ করতে বহু ফিলিস্তিনি জড়ো হয়েছে। ফুটেজে ধ্বংস হয়ে যাওয়া বাড়ি, বিস্ফোরণে চূর্ণ হয়ে যাওয়া দেয়াল এবং শাতি শরণার্থী শিবিরের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা ও ধূলা দেখা গেছে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা গাজার সীমান্ত পার হয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলায় চালায়। তাদের হামলায় ১২০০ জন নিহত হয়েছে এবং তারা ২৫০ জনের বেশি লোককে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে বলে তথ্য ইসরায়েলের।
এই হামলার দিন থেকে হামাস শাসিত গাজায় নির্বিচার স্থল ও বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে আট মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার প্রায় সব বাসিন্দা ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আট মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৩৭৫০০ জনে দাঁড়িয়েছে, এদের মধ্যে ১০১ জন গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন।
ELIMINATED: A Leading Hamas Sniper and Nukhba Forces Commander who Participated in the Oct. 7 Massacre
IAF aircraft conducted a precise and targeted strike to eliminate the Hamas terrorist Ahmed Hassan Salame Alsauarka in the area of Beit Hanoun in northern Gaza.
Alsauarka was… pic.twitter.com/OopAWl5HYl
— Israel Defense Forces (@IDF) June 20, 2024
আরও পড়ুন:
গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত