ব্রিটিশ মিউজিয়াম গতবছর ১,৫০০ আইটেম চুরি বা খোয়া গেছে বলে জানিয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৬২৬ টি উদ্ধার হয়েছে।
Published : 27 May 2024, 09:28 PM
ব্রিটিশ মিউজিয়াম থেকে শত শত সম্পদ যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে বিক্রি হওয়ার সন্দেহে ঘটনাটি তদন্ত করে দেখছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই।
ব্রিটিশ মিউজিয়ামকে খোয়া যাওয়া ২৬৮ টি আইটেম ফিরিয়ে দিতেও সহায়তা করছে সংস্থাটি। এই আইটেমগুলো ওয়াশিংটন ডিসির একজন সংগ্রাহকের কাছে বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ মিউজিয়াম গতবছর হাজারো সম্পদ চুরি বা খোয়া যাওয়ার কথা জানিয়েছিল। এসব সম্পদের মধ্যে ছিল স্বর্ণালঙ্কার, রত্নপাথর ও গ্লাসসহ বিভিন্ন আইটেম।
বিবিসি-কে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের এক ক্রেতা বলেছেন, এফবিআই এর এক এজেন্ট তাকে ইমেইল করে প্রায় দুটি আইটেমের বিষয়ে জানতে চেয়েছিল। এই আইটেমগুলো তিনি ইকমার্স কোম্পানি ইবে থেকে কিনেছিলেন।
সেই এফবিআই এজেন্টই জানিয়েছেন যে, তারা ব্রিটিশ মিউজিয়াম থেকে চুরি বা খোয়া যাওয়া আইটেমগুলোর তদন্তে মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করছেন।
ব্রিটিশ মিউজিয়াম ১,৫০০ আইটেম চুরি বা খোয়া গেছে বলে জানিয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৬২৬ টি উদ্ধার হয়েছে। আরও ১০০ টি আইটেমের খোঁজ মিলেছে। তবে সেগুলো এখনও ফিরিয়ে আনা হয়নি।
১৭৫৩ সালে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম। এতে প্রায় ৮০ লাখ মূল্যবান নিদর্শন সংরক্ষণ করা হয়। তবে ২০১৯ সাল পর্যন্ত মাত্র ৮০ হাজার জিনিস সাধারণ মানুষকে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। বাকিগুলোর জায়গা হয় সংরক্ষণাগারে।
খোয়া যাওয়া সামগ্রী মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল না। এগুলোর বেশিরভাগই অ্যাকাডেমিক ও গবেষণার কাজে স্টোর রুমে সংরক্ষিত ছিল।