গত বছরের ৪ ডিসেম্বর ভারতের নৌবাহিনী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মূর্তি উদ্বোধন করেছিলেন।
Published : 27 Aug 2024, 02:18 PM
ভারতের মহারাষ্ট্র রাজ্যের সিন্ধুদুর্গে মারাঠা বীর ছত্রপতি শিবাজির ৩৫ ফুট উচ্চতার বিশাল মূর্তি উদ্বোধনের মাত্র আট মাসের মাথায় ভেঙে পড়েছে।
২০২৩ সালের ৪ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মূর্তি উদ্বোধন করেছিলেন।
অভিযোগ উঠেছে, নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারের কারণে এবং কাঠামোতে ব্যবহৃত নাট ও বোল্টুগুলো ক্ষয়ে গিয়ে মূর্তিটি ভেঙে পড়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকারদার ও স্ট্রাকচারাল কনসালট্যান্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
ভারতের পূর্ত দফতরের (পিডব্লিউডি) অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলাটিতে পরস্পর যোগসাজশ, জালিয়াতি এবং জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। এতে দাবি করা হয়েছে, মূর্তিটি নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে এবং কাঠামোতে ব্যবহৃত নাট এবং বোল্টগুলিতে এরই মধ্যে মরিচা ধরেছিল।
এর আগে পর্যটক ও স্থানীয়রা মূর্তিটির বেহলা দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর ২০ অগাস্ট পিডাব্লিউডির সতর্কতা জারি সত্ত্বেও বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
পূর্ত দফতরের তরফে জানানো হয়েছিল, মরচে পড়া নাট-বোল্ট মূর্তির স্থায়িত্বের জন্য বিপদ ডেকে আনছে; তারপরও সতর্কবার্তা উপেক্ষা করা হয়।
প্রকাশিত খবরে বলা হয়েছে, মূর্তি তৈরিতে ব্যবহৃত ইস্পাতে মরিচা ধরতে শুরু করেছিল।
মহারাষ্ট্রের রাজ্য মন্ত্রী রবীন্দ্র চৌহান জানান, মূর্তিটিতে মরিচা ধরার কথা জানিয়ে পূর্ত দফতর ইতোমধ্যেই নৌবাহিনীর কর্মকর্তাদের চিঠি দিয়েছিল এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিল।
ভারতীয় নৌবাহিনীর সঙ্গে মিলে মূর্তিটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু নৌবাহিনীর মূর্তি নির্মাণের কোন পূর্ব অভিজ্ঞতা ছিল না বলে অভিযোগ।
ভারতের নৌবাহিনী দিবসে (৪ ডিসেম্বর) সিন্ধুদুর্গের রাজকোট ফোর্টে মূর্তিটি উন্মোচন করা হয়েছিল।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘটনা স্বীকার করে মূর্তিটি ধসে পড়ার জন্য ‘প্রবল বাতাস’কে দায়ী করেছেন। তার দাবি, ঘটনার সময় ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে বাতাস বইছিল।
কিন্তু বিরোধীরা শিবাজির মূর্তি ধসের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে শিন্ডে সরকারের তীব্র সমালোচনা করেছে ।