উদ্ধারকর্মীরা নদী থেকে ১৯টি ‘দেহ’ উদ্ধার করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম খবর দিলেও কর্তৃপক্ষ হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি।
Published : 30 Jan 2025, 02:01 PM
ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের মুহূর্তের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দরের কাছে ঘটনাটি ঘটে। ওই সময় উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়ে ৩৩ এর দিকে এগিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর উড়োজাহাজটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
বোম্বারডিয়ার সিআরজে৭০০ উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। আর মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন তিনজন।
উদ্ধারকর্মীরা নদী থেকে ১৯টি ‘দেহ’ উদ্ধার করেছে বলে সিবিএস টেলিভিশন খবর দিয়েছে। তবে হতাহতের কোনো তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
প্রায় তিনশ উদ্ধারকর্মী এই উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। তীব্র বাতাস আর ঠাণ্ডার মধ্যে ডুবুরিরা নদীতে তল্লাশি চালানোর চেষ্টা করছেন।
উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে, তার কাছে পটোম্যাক নদীর পানির তাপমাত্রা শূন্য দশমিক ৬ থেকে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। পানির এই হিমশীতল অবস্থায় মানবদেহের তাপমাত্রা দ্রুত নেমে যায়।
এমন পরিস্থিতিতে ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে মানুষ নির্জীব হয়ে পড়তে পারে। ফলে উড়োজাহাজের কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের।
দুর্ঘটনার পর থেকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে।